Advertisement

রবিবার বিকেলে জলদাপাড়ায় একগুচ্ছ কর্মসূচি সারলেন মুখ্যমন্ত্রী

রবিবার দুপুরে উত্তরবঙ্গের হাঁসিমারা সেনাছাউনিতে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জলদাপাড়া জাতীয় উদ্যানের নীলপাড়া কমিউনিটি হলে পৌঁছন মুখ্যমন্ত্রী।

সেখানে প্রশাসনিক কর্তাদের নিয়ে বিপর্যয় পরিস্থিতি, মোকাবিলা নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই বিপর্যয়ের সময় ভালো কাজ করার জন্য আটজনকে এদিন পুরষ্কার করা হয়।

মঞ্চে তাঁদের ডেকে নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী তাঁদের হাতে পুরষ্কার তুলে দেন। প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী রওনা হন সুভাষিণী চা বাগানের উদ্দেশ্যে।

ওই এলাকার মানুষজনও দুর্যোগে বিপর্যস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রীকে দেখে ঘিরে ধরেন চা বাগানের মহিলা বাসিন্দারা। মুখ্যমন্ত্রীও তাঁদের সঙ্গে ভাব বিনিময় করেন।

উত্তরবঙ্গ বিজেপির প্রধান শক্তি। সেই শক্তিকে ভাঙন ধরাতে হবে। প্রায় প্রথা অনুযায়ী মুখ্যমন্ত্রী ওই এলাকায় গিয়ে মানুষের ভিড়ে মিশে যান। দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন।

গত শনিবার দুর্যোগের রাতে ঠিক কী হয়েছিল, জল-প্রকৃতি কতটা ভয়াবহ রূপ নিয়েছিল, সেসব কথা বলেন বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে বাসিন্দারাও তাঁদের কথা বলেন।

কোন পরিস্থিতিতে তাঁরা আছেন, সমস্যার কথা জানানো হয়। মুখ্যমন্ত্রীও মন দিয়ে তাঁদের কথা শোনেন। দ্রুত পরিস্থিতি উন্নতির আশ্বাসও দেওয়া হয়। হাসিমারা সেনাছাউনি থেকে গাড়িতে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী।

একজন রাস্তার ধারে উত্তরীয় নিয়ে অপেক্ষা করছিলেন। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে হাত বাড়িতে সেই উত্তরীয় গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *