Advertisement

শামির সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন আকাশদীপ,রঞ্জি জয়ের স্বপ্ন পূরণ করতে চান

দুই মরসুম পরে বাংলার জার্সিতে আকাশদীপ। ভারতীয় দলের হয়ে ইতিমধ্যে ইংল্যাণ্ড সফরে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। কিন্তু চোট থাকায় ঘরের মাঠে ওয়েস্ট ইণ্ডিজের বিরুদ্ধে দলে জায়গা হয়নি। তবে সামনে দক্ষিন আফ্রিকা সিরিজ। ঘরের মাঠে ফের আকাশদীপ ভারতীয় দলের জার্সিতে যশপ্রীত বুমরাহর সঙ্গে নতুন বল ভাগ করে নেবেন। মাঝের সময়ে দলীপ ট্রফি,রঞ্জি ট্রফিতে খেলে নিজেকে ঝালিয়ে নিতে চাইছেন। বুধবার ইডেনে উত্তরাখণ্ড ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করছে। বাংলার জার্সিতে প্রথমবার নতুন বল ভাগ করে নেবেন মহম্মদ শামি এবং আকাশদীপ। কিংবদন্তী শামির সঙ্গে নতুন বল ভাগ করা নিয়ে রোমাঞ্চিত আকাশদীপ। বলছেন,“প্রথমবার শামি ভাইয়ের সঙ্গে বোলিং করব আমি। সিনিয়র ক্রিকেটারের সঙ্গে অনেক কিছু শেখার থাকে। শিখব শামি ভাইয়ের কাছ থেকে। ”সাম্প্রতিক সময়ে বাংলা দুবার রঞ্জি ট্রফিতে রানার্স। দুবারই দলে ছিলেন আকাশদীপ। খুব কাছ থেকে রঞ্জি ট্রফি জয় করতে না পারার আক্ষেপ আকাশদীপের গলায়। “দুবার আমরা খুব কাছ থেকে ফিরে এসেছি। এবার সেই আক্ষেপ পূরণ করতে চাই। আমার স্বপ্ন রঞ্জি জয়। বাংলার হয়ে রঞ্জি জয়ই আমার লক্ষ্য,”বলছেন আকাশদীপ। আর্ন্তজাতিক ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেটের মঞ্চে খেলার চ্যালেঞ্জ। ফোকাস স্থির রাখা কঠিন। আকাশদীপ বলছেন,“আমার কাজ ভালো খেলে যাওয়া। তা যেখানেই হোক না কেন।”ইংল্যাণ্ড সফরের পরে আকাশদীপ এখন প্রতিপক্ষের আতস কাঁচের তলায়। তাই বোলিংয়ে বৈচিত্র্য না নিয়ে আসতে পারলে প্রতিপক্ষকে চাপে ফেলা কঠিন হবে।সুইংয়ের ওপর মুন্সিয়ানা রয়েছে। সেইঅস্ত্রে শান দিতে আউট সুইংয়ের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে বাড়তি পরিশ্রম করছেন। এই বিষয়ে জোর দেওয়ার পরামর্শ কার কাছ থেকে পেয়েছেন আকাশদীপ?“নিজের উপলব্ধি থেকেই এটা বুঝতে পেরেছি আমি। তাই বৈচিত্র্য বাড়াতে আউটসুইংয়ে জোর দিচ্ছি,”বলছেন আকাশদীপ। দেশের ঘরোয়া ক্রিকেটে বাংলার বোলিং সবচেয়ে শক্তিশালী। মুকেশকুমার আকাশদীপের সঙ্গে এবার শামি যোগ দিচ্ছেন। এছাড়াও ঈশান পোড়েল,সূরজ সিন্ধু জয়সওয়ালরা রয়েছেন। ফের বাংলার জার্সিতে জ্বলে ওঠার জন্য তৈরি আকাশদীপ। যাকে ভিত্তি করে ভারতীয় দলে দাপট দেখাতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *