রবিবার রাজ্য জুড়ে বহু জায়গায় হয়ে গেলো তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। এই দিন বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্র।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিকসহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি ও কর্মী।
বিধায়ক লাভলি মৈত্র বলেন, “তৃণমূল শক্তিশালী কারণ এই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পথ দেখান তিনিই।” এদিন প্রতাপনগর পঞ্চায়েতের সদস্য কার্তিক সরদার যোগ দেন তৃণমূলে।
যোগদানকারী কার্তিক সরদারের বক্তব্য, এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলেই বেশি ভরসা পাচ্ছেন। তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিলাম।
এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। সেটাই আরও ভালভাবে করতে চাই।” অন্যদিকে বিজেপির জেলা সভাপতি এই যোগদানকে আমল দিতে নারাজ।
তাঁর বক্তব্য, “আদর্শে মিল হয়নি, তাই তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত।” তবে রাজনৈতিক মহলের মতে, সোনারপুরে বিজেপির সংগঠন কার্যত আরও দুর্বল হল এই যোগদানে।
















Leave a Reply