Advertisement

আড়াই দিনে নয়, ‘লড়াই’ করে পঞ্চম দিনে টেস্ট হারল ওয়েস্ট ইন্ডিজ,

আড়াই দিনে নয়, ‘লড়াই’ করে পঞ্চম দিনে টেস্ট হারল ওয়েস্ট ইন্ডিজ,দুই টেস্টের ম্যাড়মেড়ে সিরিজ হেলায় জিতে গেল ভারতপ্রথম টেস্ট আড়াই দিনে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্ট জিততে লাগল পুরো চার দিন ও পঞ্চম দিনের এক ঘণ্টা। কোনও রকমে ইনিংসে হার বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ়। কিন্তু ম্যাচে হার বাঁচাতে পারল না তারা। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ় চুনকাম করলেন শুভমন গিলেরা। টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ় জিতলেন তিনি।পঞ্চম দিন ভারতের জিততে দরকার ছিল ৫৮ রান। হাতে ছিল ৯ উইকেট। এই পরিস্থিতি থেকে যে ভারত হাসতে হাসতে জিতবে তা নিশ্চিত ছিল। প্রশ্ন ছিল অন্য। লোকেশ রাহুল ও সাই সুদর্শন জুটিই কি দলকে জেতাতে পারবেন? না কি আরও উইকেট পড়বে? দেখে মনে হচ্ছিল পারবেন। কিন্তু ৩৯ রানের মাথায় রস্টন চেজ়ের দুর্দান্ত ক্যাচে ফিরলেন সুদর্শন। ফলে অধিনায়ক শুভমনকে নামতে হল। তিনি নেমে বড় শট খেলার চেষ্টা করছিলেন। সেই চেষ্টায় ১৩ রান করে আউট হলেন তিনি। রাহুল অবশ্য এক দিকে টিকেছিলেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। ৫৮ রান করে অপরাজিত থাকলেন রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *