প্রত্যাশিত জয়ে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল। কিশোরভারতী স্টেডিয়ামে নামধারী এফসিকে ২-০ গোলে উড়িয়ে ফাইনালে লাল হলুদ। মহম্মদ রশিদ এবং পিভি বিষ্ণু গোলদাতা। প্রথমার্ধেই দুই গোল যা ম্যাচের রূপরেখা তৈরি করে দিয়েছিল। যা নামধারী ভাঙতে পারেনি। ফাইনালের আগে দলে বেশ কিছু পরিবর্তনের কথা বলেছিলেন অস্কার ব্রুজো। হামিদ সহ মোট তিন পরিবর্তনে একাদশ সাজিয়ে ছিলেন। তাতে গোল পেতে অসুবিধা হয়নি। ১৯ মিনিটে মহম্মদ রশিদের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তার আগে আক্রমনের চাপ থাকলেও নামধারী রক্ষন ভাঙতে পারেনি ইস্টবেঙ্গল। মাঝমাঠে মিগুয়েল এবং রশিদ অনবদ্য। সঙ্গে সওল ক্রেসপো। তিন বিদেশি ইস্টবেঙ্গলের প্রথম গোলের কারিগর। ক্রেসপোর সেন্টার থেকে মিগুয়েলের হেড পোষ্টে লেগে প্রতিহত হলে ফিরতি বল বক্সের বাইরে থেকে ভলি করে জালে পাঠান রশিদ। গোল করা ছাড়াও প্রতিপক্ষ আক্রমন রুখতেও রশিদ ধারাবাহিক ভাবে ভালো খেলে চলেছেন। ম্যাচের সেরাও তিনি। ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল ৪১ মিনিটে দ্বিতীয় গোল। ক্রেসপোর পাস থেকে বিষ্ণুর গোল। এর আগে একটি সুযোগ নষ্ট করেন ডেভিড। ডুরাণ্ড কাপে কষ্টার্জিত জয় নামধারীর বিরুদ্ধে পেয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচের অভিজ্ঞতার নিরিখে অস্কার দল সাজিয়েছিলেন। কিন্তু নামধারী এফসি পুরো ম্যাচ জুড়ে সমস্যা তৈরিতে ব্যর্থ। ম্যাচের শেষ দিকে একটি শট নেওয়া ছাড়া সেভাবে লাল হলুদ রক্ষনকে বিব্রত করতে ব্যর্থ। বিরতির পরে ফের দাপট লাল হলুদের। তবে খেলায় প্রত্যাশিত ছন্দ অধরা। তাই ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার আনন্দ রয়েছে তবে অস্কারের অখুশি দূর হবে না।
দুগোলে নামধারীকে উড়িয়ে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল
















Leave a Reply