Advertisement

শিল্ড ফাইনালে ওঠার যুদ্ধে দল গঠনই সমস্যা মোহনবাগান সুপারজায়ান্টের

মনবীরের চোট, প্রথম একাদশে ধোঁয়াশা। মোহনবাগান সুপারজায়ান্ট জুড়ে এখন প্রহেলিকা। যে দলটা কয়েক মাস আগেও উদ্দীপনায় টকবক করত। এখন সেখানে হিরন্ময় নীরবতা। কোনও এক অদৃশ্য চাপ সবুজ মেরুন জুড়ে। মঙ্গলবার বিকালে অনুশীলন দেখলে বোঝার উপায় ছিল না ২৪ঘণ্টা পরেই মাঠে নামবে মোহনবাগান সুপারজায়ান্ট। আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। ধারে ভারে অনেক পিছিয়ে কলকাতা লিগের দলটি। তবুও কোথাও যেন অস্বস্তি ঘুরে বেড়াচ্ছে সবুজ মেরুনে। জাতীয় দলের ম্যাচ থাকায় অনুশীলনে উপস্থিত নেই দলের একাধিক প্রথম সারির ফুটবলার। জেমি, কামিন্সরা নির্বিকার। মোলিনার দলের অনুশীলনে অস্বাভাবিক নিরবতা। গোদের উপর বিষফোঁড়া মনবীরের চোট। গোকুলাম কেরালার বিরুদ্ধে প্রথমার্ধের পর আর মাঠে নামননি মনবীর। মঙ্গলবার মাঠে এলেও দলের সঙ্গে অনুশীলন করলেন না তিনি। শুরুতে কিছুক্ষণ সাজঘরে কাটিয়ে তারপর সাইডলাইনে একাই গা ঘামালেন বাগানের রাইট উইঙ্গার।শুভাশিস, আপুইয়া, লিস্টনের অনুপস্থিতিতে এমনিতেই দল গড়তে হিমসিম খাচ্ছেন বাগান কোচ। তার উপর মনবীরের চোট চিন্তা বাড়াচ্ছে। এদিন মাত্র ১৭ জন ফুটবলার নিয়ে অনুশীলন সারলেন হোসে মোলিনা। ফলে সীমিত শক্তি নিয়েই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। ফাইনালে উঠলে ডার্বি খেলতে হবে, সেই বিষয় নিশ্চিত হয়েই মঙ্গলবার প্রস্তুতিতে নেমেছিলেন হোসে মোলিনা। বড় ম্যাচের কথা মাথায় রেখেই মনবীরকে ঝুঁকি নিতে চাইছে না বাগান শিবির। সেক্ষেত্রে দলে একাধিক পরিবর্তন আসতে পারে। মনবীরের বিকল্প কিয়ান হলে, লেফট উইংয়ে খেলবেন রবসন। সেক্ষেত্রে আক্রমণে ম্যাকলারেনের সঙ্গী হতে পারেন কামিন্স। ডিফেন্সে অভিষেক সিং, আলবার্তো, মেহতাব এবং আশিস রাই। তবে মাঝমাঠ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *