Advertisement

অনাবশ্যক ঝুঁকিতে সেঞ্চুরি হাতছাড়া সুদীপর,প্রাথমিক বিপর্যয় সরিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করল বাংলা

আরও দেড়শো রান আশা করছি। এই উইকেটে বোলারদের পরিশ্রম করতে হবে। অলআউট ঝাপালে জয় সম্ভব। আমাদের সেটাই লক্ষ্য থাকবে। সুদীপ অসাধারণ খেলেছে। প্রথমে ছন্দে ছিল না। পরে মানিয়ে নিয়ে প্রয়োগ করে এই ইনিংসটা খেলেছে। খুব ভালো। আমিও ৯৯ রানে আউট হয়েছিলাম। ওকে সেটাই বললাম। ভেঙে পড়ার কিছু নেই। সুমন্ত ভালো ব্যাট করছে। ওদের যা করতে বলা হয়েছিল সেটাই করেছে। বললেন লক্ষীরতন শুক্লা।
সেঞ্চুরি থেকে দুরান দুরে দাঁড়িয়ে থাকা অবস্থায় সুদীপ চট্টোপাধ্যায়ের অনাবশ্যক ঝুকি নিয়ে ছক্কা মারতে গিয়ে আউট হওয়ায় বিস্মিত সৌরভ গাঙ্গুলীও। ইডেনে বাংলা বনাম উত্তরাখণ্ড ম্যাচের দ্বিতীয় দিনের শেষবেলায় খেলা দেখতে এসেছিলেন সিএবি প্রেসিডেন্ট। বাংলার ব্যাটারদের প্রাথমিক বিপর্যয় সামলে সুদীপ চ্যাটার্জীর নোঙড় ফেলে দলকে টেনে তোলার চেষ্টার কোনও প্রশংসা যথেষ্ট নয়। সুমন্ত গুপ্তকে সঙ্গী করে বাংলাকে ২১৩ রানের গণ্ডি পার করার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সুদীপের। ২৬৪ বলে ৯৮ রানে শেষ হওয়া ইনিংস একডজন বাউন্ডারিতে সাজানো। টি টোয়েন্টির জমানায় আড়াইশো প্লাস বলে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে শেষ হওয়া ইনিংস দেখে মনে হতেই পারে সুদীপ ধীর গতিতে ব্যাট করেছেন। কিন্তু বাংলার বাঁহাতি ব্যাটারের ইনিংস পরিস্থিতি অনুযায়ী যথাযথ।
একই কথা বলতে হবে সুমন্ত গুপ্তের ইনিংস নিয়েও।
অভিমন্যু ঈশ্বরনের শূন্য রানে ফিরে যাওয়ার পরে মনে হয়েছিল সুদীপ ঘরামি,অনুস্টুপ মজুমদার,অভিষেক পোড়েল জ্বলে উঠবেন। দেবেন্দ্র বোড়ার বলে অনুস্টুপের ৩৫ রানে এলবিডব্লু আউট নিয়ে সন্দেহ রয়েছে। বাকি দুজন সুদীপ ঘরামি(১৫),অভিষেক পোড়েল প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠতে ব্যর্থ। আশা জাগিয়ে শুরু করে অনাবশ্যক পুল শট নিয়ে আউট অভিষেক। দলের সহঅধিনায়কের অবিবেচক শট সত্যিই নিন্দনীয়।
সুদীপের সেঞ্চুরি হাতছাড়া করার দিনে দায়িত্ব পূর্ন ইনিংস সুমন্ত গুপ্তর। সেঞ্চুরির আশা তাঁর ব্যাটে দেখছে বাংলা। ৮২ রানে অপরাজিত তিনি।
বিশাল ভাটি ব্যক্তিগত ১৪ রান আউট। উত্তরাখণ্ডের সেরা বোলার দেবেন্দ্র বোড়া। চার শিকার ঝুলিতে। উত্তরাখণ্ডের ২১৩ রানের জবাবে বাংলা ছয় উইকেটে ২৭৪। ৬১ রানে এগিয়ে বাংলা। তিন পয়েন্ট নিশ্চিত। বাকি দুদিনে জয়ের নীল নকশা সাজাতে বাংলাকে দ্বিতীয় ইনিংসে বিশেষ করে বোলারদের আগুনে পারফরম্যান্স মেলে ধরতে হবে। নচেৎ তিন পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *