Advertisement

এবার শপথ উত্তরবঙ্গ ফিরে পাওয়া – দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিলেন মমতা

রাজ্যের মুখ্যমন্ত্রী তিনদিন ধরেই আছেন উত্তরবঙ্গে। চলেছে ব্যাপক জনসংযোগ। দুহাত খুলে সাহায্য করছেন বন্যার্তদের।

মুখ্যমন্ত্রী নিজে ৫ লক্ষ টাকা সাহায্য দিয়েছেন। তাৎপরে বৃহস্পতিবার সকালে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দিয়ে মিলিত হলেন সাধারণ মানুষের সঙ্গে।

তিনি মন্দিরে নিবেদন করেছেন শাড়ি। নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে আরতি করেন। মন্দিরের বাইরে ব্যাপক ভিড় হয়েছিল।

মানুষ যথেষ্ট উৎসাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হচ্ছেন। এদিকে কিছুটা হলেও ভীত হয়ে পড়েছে রাজ্য বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *