Advertisement

গাজায় ত্রাণবিলি ও পুনরগঠন উপস্থিত থাকবে ভারত – সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে মোদী

বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ। বন্ধ হয়েছে গজা জুড়ে গুলি বোমার শব্দ। এবার শান্তি প্রতিষ্ঠার সময়। বোমা-গুলির শব্দ বন্ধ হলেও দু’বছরে কার্যত নরক হয়েছে গাজা।

ভেঙে গুঁড়িয়ে গিয়েছে সেখানকার ৮০ শতাংশ ঘরবাড়ি। চাপা পড়ে রয়েছে শয়ে শয়ে মৃতদেহ। পেটের জ্বালা মেটাতে অন্যের অনুগ্রহই ভরসা গাজাবাসীর। গুরুতর এই পরিস্থিতিতে সেখানে মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে অংশ নেবে ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বে গঠিত হতে পারে এই সংক্রান্ত কমিটি। গাজায় শান্তি প্রতিষ্ঠার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিপুল সংখ্যায় মানুষজন ধীরে ধীরে ফিরতে শুরু করেছে সেখানে।

তবে গাজায় ফিরলেও সেখানে বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীও নেই। রয়েছে খাবারের হাহাকার। এই পরিস্থিতিতে গাজাবাসীকে খাবার, ওষুধ, থাকার জন্য তাঁবু, কম্বল-সহ অন্য প্রয়োজনীয় জিনিস পাঠাবে ভারত সরকার।

মানবিক সাহায্যের পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া গাজা পরিষ্কারের কাজও শুরু করবে নয়াদিল্লি। ইজরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহের ব্যবস্থা নতুন করে তৈরিতে সাহায্য করবে ভারত। জানা যাচ্ছে, গত ২ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৫ কোটি ৫০ লক্ষ টন ধ্বংসস্তূপ জমা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *