Advertisement

পুরুলিয়া জেলার উল্লেখযোগ্য পুজো হলো – ‘হিলা কালী’পুজো কালীপুজো আসন্ন

দিকে দিকে পুজোর প্রস্তুতি প্রায় শেষ। প্যান্ডেল ও আলোর কাজ চলেছে। জেলাতেও পুজোর প্রস্তুতি প্রায় শেষ।

পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কালী পুজোগুলোর মধ্যে রঘুনাথপুরের ‘হিলা কালী’ বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় মানুষের বিশ্বাস, এই পুজোর সূচনা এক অলৌকিক ঘটনার মধ্য দিয়েই হয়েছিল।

কথিত আছে, মন্দিরে দেবী কালী প্রতিমা প্রতিষ্ঠার দিন প্রতিমাটি নাকি নিজে থেকেই ‘হিলেছিলেন’ বা দুলেছিলেন। আর এই অলৌকিক ঘটনার পরই দেবীর নামকরণ হয় ‘হিলা কালী’, এবং সেই নামেই পরবর্তীতে পরিচিতি লাভ করে মন্দির ও পুজো দুটোই।

এই অনন্য কাহিনিই ‘হিলা কালী পুজো’-কে পুরুলিয়ার কালীপুজোগুলোর মধ্যে এক বিশেষ পরিচিতি প্রদান করেছে। স্থানীয় মানুষ থেকে শুরু করে দূরদূরান্তের ভক্তরাও এই পুজোর সময় ভিড় জমান দেবীর দর্শনে।

উৎসবের আবহে এই মন্দির পরিণত হয় এক প্রাণচঞ্চল তীর্থক্ষেত্রে। বর্তমানে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি।

প্রায় অর্ধশতাব্দী আগে শুরু হওয়া এই পুজো আজ এলাকাবাসীর কাছে এক বিশেষ গৌরবের। পুজো কমিটির অন্যতম সদস্য বিবেকানন্দ মুখোপাধ্যায়-সহ পুজো কমিটির সম্পাদক বীরজু বাউড়ি বলেন, ‘‘আজ

থেকে প্রায় ৫০ বছর আগে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে শুরু হওয়া এই পুজো আজ রঘুনাথপুর তো বটেই, পুরুলিয়া জেলার বুকে এক অন্য মাত্রা পেয়েছে। বর্তমানে আমরা এলাকার যুবকরা এই পুজো পরিচালনা করে আসছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *