যতই বলুন না কেন ‘SIR’ প্রয়োগ করে বিজেপি বৈধ ভোটার বাতিল করতে চাইছে। আর তা যদি হয় তাহলে ভয়ঙ্কর কান্ড ঘটবে।
এদিকে শুক্রবার অমিত শাহ স্পষ্ট ইঙ্গিত দিলেন SIR প্রয়োগ হবেই। এমন পরিস্থিতিতেই অমিত শাহ বিহার প্রসঙ্গ টেনে বললেন, “বিহারে অনেকে একই কথা বলেছিলেন।
সেখানে সবাই নথি জমা দিয়েছে। এবং নির্বাচনও হবে। বাংলাতেও তাই হবে।” বাংলায় SIR নিয়ে কয়েকদিন আগে অমিত শাহকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় SIR-র ভাবনা শাহর ‘খেলা’ বলে মন্তব্য করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতিয়ার করে মমতা বলেছিলেন, “SIR-কে হাতিয়ার করে এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে।”
বৈধ ভোটার বাদ গেলে বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্বাভাবিক কারণেই এক জটিল পরিস্থিতি। এদিকে বিজেপির রাজ্য নেতৃত্ব, বিশেষকরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, SIR প্রয়োগ হলে অন্তত রাজ্যে কয়েক লক্ষ ভোটার কমবে।
সেই ক্ষেত্রে ৪৬ শতাংশ ভোট সহজেই পাবে বিজেপি। এসআইআর নিয়ে সরব হওয়ার জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেন শাহ। বলেন, “দেশে এই প্রথম এসআইআর হচ্ছে না।
১৯৫৩ সালে এটা শুরু হয়। অর্থাৎ রাহুল গান্ধীর ঠাকুরমার বাবার সময়ে এটা হয়েছে। এটা তাঁর ঠাকুরমার সময়ে হয়েছে। তাঁর বাবার সময়ে হয়েছে।
তাঁর মায়ের সময়েও হয়েছে। এই সত্যটা হয়তো রাহুলকে কেউ বলেননি। ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর হয়। ১০, ১২ কিংবা ১৭ বছর পর অনেক ভোটারেরই হয়তো মৃত্যু হয়েছে।
কাজের জন্য অন্য জায়গায় হয়তো অনেকে চলে গিয়েছেন। তাঁদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে।” বোঝাই যাচ্ছে যে এই নীতি প্রয়োগ করতে বদ্ধ পরিকর বিজেপি।
অমিত শাহ স্পষ্ট বলেন, সীমান্ত এলাকায় প্রচুর অবৈধ ( মুসলিম) ভোটার রয়ে গেছে – তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতেই হবে। এখন দেখার শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়!!
















Leave a Reply