‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ – ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে ভূত চতুর্দশীতে অনেকটাই গা ছম ছম করা ভুতুড়ে পরিবেশ তৈরী করে ভুতকেই নিয়ে আসা হয়েছে সামনে।
এই শীতে মুক্তি পাবে উইনডোজের প্রযোজনায়, অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি। এই ছবির সিংহভাগ অংশের শুটিং হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ে।
শীতের এই ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে ভূত চতুর্দশীতে। এই দিনটি বিশেষভাবে তেনাদের দিন। কিন্তু শুটিংয়ের সময়, বিশেষ করে পাহাড়ের কোলে যখন এই ছবির শুটিং চলছিল তখন কি কোনওরকম ভৌতিক অভিজ্ঞতার স্বীকার হয়েছিল ছবির টিম?
কোনওভাবে কি তেনাদের দেখা পেয়েছেন ছবির টিমের কেউ? অনেক প্রশ্ন নিয়ে আমরাও উপস্থিত হয়েছিলাম। পাহাড়ের কোলে শুটিংয়ের সময় কোনও ভূতুড়ে ঘটনার সাক্ষী হয়েছেন কি কেউ শুটিং চলাকালীন?
প্রশ্ন করতেই জিনিয়া বলেন, “একদম কোনও ভূতুড়ে অভিজ্ঞতা হয়নি। তবে আমি মনে করেছিলাম যে এরকম অভিজ্ঞতা হবে। আমি রিশপে শুটিং করেছিলাম। ওতো উঁচুতে কারণ একে পাহাড়ে তুমুল বৃষ্টি হচ্ছিল তখন।
একটা গা ছমছমে ব্যাপার ছিলই। আমি এই প্রথম এই শুটিংয়ে গিয়ে পাহাড়ে একা একটা ঘরে থেকেছি। কোনও অসুবিধা তেনারা করেননি।
তবে সারা রাত আলো জ্বালিয়ে রেখেছিলাম। তবে শুটিংয়ে পাহাড়ে গিয়ে আমার কোনও ভূতুড়ে অভিজ্ঞতা না হলেও এর আগে বহুবার হয়েছে। আমি খুবই ভূতে ভয় পাই। আমার এমন অভিজ্ঞতা হয়েছে যার কোনও ব্যখ্যা নেই।
আমার দিদা তাঁর জীবনের শেষ কয়েকমাস আমাক বারবার বলতেন বাড়ির বিভিন্ন জায়গা দেখিয়ে যে কেউ যেন সেখানে দাঁড়িয়ে রয়েছে। তাকে যেন আমি চলে যেতে বলি। এর মাসখানেক পরে দিদা মারা যান। আসলে এসব অভিজ্ঞতার কথা সবসময় ব্যখ্যা করা যায় না।”
















Leave a Reply