Advertisement

কালীপুজো ২০২৫ – পুজোর আদর্শ সময় ও নির্ঘান্ট আজ সোমবার (২০ অক্টোবর) কালীপুজো।

সারা বাংলা জুড়ে মহা ধুমধামে শুরু হয়েছে পুজোর আয়োজন। কালীপুজোর প্রধান অঙ্গ হলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে নিশীথকালে (মধ্যরাত্রি) দেবীর আরাধনা করা।

কিন্তু অমাবস্যা কখন শুরু কখন শেষ হচ্ছে, সেই সময় অনেকের মনেই রয়েছে ধন্দ। কারণ ২১ অক্টোবরও রয়েছে অমাবস্যা তিথি। পঞ্জিকামতে, কতক্ষণ অমাবস্যা রয়েছে এই দিন, দেখে নেওয়া যাক।

* কালীপুজো ২০২৫ অমাবস্যা তিথি কখন শুরু ও শেষকালীপুজো সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথির রাতে নিশীথ কালে অনুষ্ঠিত হয়।

অমাবস্যা তিথি শুরু: ২০ অক্টোবর, ২০২৫, সোমবার, দুপুর ৩টা ৪৪ মিনিট

অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর, ২০২৫, মঙ্গলবার, বিকেল ৫টা ৫৪ মিনিটঅর্থাৎ ২১ অক্টোবর বা মঙ্গলবার বিকেল পর্যন্ত পুজো করা যাবে।

সাধারণত কালীপুজো রাতের দিকেই অনুষ্ঠিত হয়। তাই নিয়ম মতো ২০ অক্টোবর রাতেই অনুষ্ঠিত হবে কালীপুজো। রাতেই তৈরি হচ্ছে অমাবস্যা তিথির মাহেন্দ্রক্ষণ।

জেনে নেওয়া যাক পঞ্জিকামতে, কখন পুজোর মাহেন্দ্রক্ষণ। * কালীপুজোর মাহেন্দ্রক্ষণ (নিশীথ কাল)কালীপূজার জন্য সবচেয়ে শুভ সময় বা ‘নিশীথ কাল’-এর মুহূর্ত হল— সময়কাল: ২০ অক্টোবর, ২০২৫, রাত ১১টা ৪১ মিনিট থেকে ২১ অক্টোবর, ২০২৫, রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।শুভ সময়কাল: ৫১ মিনিটপ্রসঙ্গত, যেহেতু অমাবস্যা তিথির মধ্যরাত (নিশীথ কাল) ২০ অক্টোবর দিবাগত রাতেই পড়ছে, তাই ২০ অক্টোবর, সোমবার রাতে কালীপূজা করাই শ্রেষ্ঠ।

এটি বিভিন্ন পঞ্জিকা (যেমন, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস) অনুসারে মূল শুভক্ষণ। যেহেতু অমাবস্যা তিথি ২১ অক্টোবর সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট পর্যন্ত থাকছে, তাই এই তিথি শেষ হওয়ার আগেই দেবীর বিসর্জন বা পূজার অন্যান্য কাজ সম্পন্ন করা বিধেয়। তবে মূল পূজা বা আরাধনা হবে ২০ অক্টোবর মধ্যরাত্রির নিশীথকাল মুহূর্তেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *