যতই নির্বাচন এগিয়ে আসছে ততোই রাষ্ট্রপতি শাসনের কথা শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্বের মুখে। আর শুভেন্দু অধিকার সভায় স্পষ্ট করে বললেন, তার হাতে ক্ষমতা থাকলে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করতেন।
পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলছেন, “বিরোধী দলনেতা হিসাবে উনি কী করে গণতন্ত্রের ধ্বংসের কথা বলতে পারেন? রাষ্ট্রপতি শাসন বিশেষ প্রেক্ষিতের জন্য বলা হয়।
কোনও গণতন্ত্রপ্রেমী সহজে রাষ্ট্রপতি শাসনের কথা বলে না। উনি আসলে হতাশা থেকে এসব কথা বলছেন। ছাব্বিশে আসন ৫০ এর নিচে নেমে যাবে। বিজেপি ক্ষমতায় আসতে পারবে না।
সেই হতাশা থেকেই তিনি এসব বলছেন।” উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও বিজেপিকে দেখে তৃণমূলের ‘গো ব্যাক’ অব্যাহত। রবিবার শুভেন্দু যাওয়ার পথে শুভেন্দুকে শুনতে হয়েছিল গো-ব্যাক স্লোগান, দেখানো হয়েছিল কালো পতাকা।
আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদেই তাঁদের এই প্রতিবাদ। তৃণমূলের সাফ কথা, ওটা জনরোষ। এর আগে আরামবাগের সভা থেকে শুভেন্দু নিজেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছিলেন।
সুর চড়িয়েছিলেন এসআইআরের পক্ষে। তৃণমূলের তুলোধনা করে স্পষ্ট বলেছিলেন, “নো এসআইআর, নো ইলেকশন।”
কিছুদিন আগেই দুর্গাপুরে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতি শাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকেও।
















Leave a Reply