সন্দীপ নন্দীর পদত্যাগ পর্ব শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। সোমবার গভীর রাতে গোলরক্ষক কোচের সঙ্গে আলোচনার ভিত্তিতে সম্পর্ক ছেদ করা হয়েছে বলে জানানো হয়। এই মুহূর্তে অস্কার ব্রুজোর প্রশিক্ষনাধীন ইস্টবেঙ্গল গোয়ায় সুপার কাপের প্রস্তুতিতে ব্যস্ত। ২৫ অক্টোবর প্রথম ম্যাচে ডেম্পো এফসির বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড। গুরুত্বপূর্ন ম্যাচের ছয়দিন আগে দলের গোলরক্ষক কোচের বিতর্কিত পদত্যাগ নিশ্চিতভাবে ইস্টবেঙ্গল সাজঘরের হাসিখুশি পরিবেশের সাক্ষ্য বহন করে না। তারওপর পদত্যাগী গোলরক্ষক বিদায়ী দলের কোচের প্রতি বিষোদগার করেই চলেছেন। সন্দীপ বলেছেন তিনি ক্লাবের রিক্রুট বলে অস্কার ব্রুজো তাঁকে ভালোভাবে নেননি। কাজের পরিবেশ পাননি। তাঁর এই অভিযোগ কার্যত ফুৎকারে উড়িয়ে দিচ্ছে ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা। তাদের তরফে বলা হচ্ছে কোচ অস্কার ব্রুজোর মনোনয়ন ক্লাবের তরফেই এসেছিল। তার সঙ্গে কাজ করতে সমস্যা না হলে সন্দীপ নন্দীর ক্ষেত্রে হবে কেন। বলা হচ্ছে ক্লাব বনাম লগ্নিকারীর সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি উড়িয়ে দিয়েছেন ইমামি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য আগরওয়াল। তিনি জানিয়েছেন,“ক্লাবের সঙ্গে কোনও ঝামেলা নেই। ঝামেলা থাকলে দল চলত নাকি?’ সন্দীপ নন্দীর পদত্যাগ প্রসঙ্গেও ইমামির শীর্ষকর্তা অকপট, ‘সন্দীপের যদি এত দিন সমস্যা থেকেই থাকবে, তবে ও আগে বলেনি কেন?’সুপার কাপের ঠিক আগে লাল-হলুদের এই ডামাডোলের প্রভাব কতটা পড়বে দলের উপর? আদিত্য আগরওয়ালের সাফ কথা, ‘আমার মনে হয় না, কোনও প্রভাব পড়বে। ফুটবলাররা মানসিক ভাবে অনেক বেশি শক্তিশালী, তাই কোনও প্রভাব পড়বে বলেই আমার মনে হয় না।’ সন্দীপের পদত্যাগ নিয়ে ইমামির মাথা ঘামানোর চেয়ে সুপার কাপে দলের সাফল্যের দিকে মনসংযোগ করতে চায়। অস্কারের পাশে দাঁড়াতে চায়। যদিও রহিম নবির মত প্রাক্তনরা সন্দীপ নন্দীর পাশে দাঁড়িয়ে অস্কার ব্রুজোর পদত্যাগের পক্ষে সওয়াল করেছেন।
প্রসঙ্গ সন্দীপ নন্দীর পদত্যাগ বিতর্কঃঅস্কারও ক্লাবের মনোনয়ন,সমস্যা হচ্ছে নাতো,বলছে ইমামি কর্তৃপক্ষ
















Leave a Reply