মঙ্গলবার নীলগঞ্জ রোডের একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।
রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় সূত্রের খবর, আশেপাশের ব্যবসায়ী, দোকানদাররাই প্রথম বিষয়টি লক্ষ্য করেন। তাঁরা দেখেন, কারখানার ভেতর থেকে বিপুল পরিমাণে ধোঁয়া বেরিয়ে আসছে।
অল্প সময়েই ধোঁয়া পরিণত হয় আগুনের লেলিহান শিখায়। নিমেষে তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। স্থানীয়রাই দমকলে খবর দেন।
প্রথমে আগুন নিয়ন্ত্রণে দমকলের ২-৩টি ইঞ্জিন আসে। কিন্তু আগুনের দাপট এতটাই বেশি যে আরও ইঞ্জিন আনার সিদ্ধান্ত নেন দমকল আধিকারিকরা। মোট ২০টি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে।
দমকল সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় ব্যাটারি তৈরি হত। তাই স্বাভাবিকভাবেই প্রচুর দাহ্য পদার্থ ছিল। আর সেই কারণেই আগুন দ্রুত বড় আকার ধারণ করে।
তবে কীভাবে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। পুরোটাই তদন্তসাপেক্ষ। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
বর্তমানে দমকল ও পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি।
















Leave a Reply