Advertisement

ফিরছে জগমোহন ডালমিয়া স্মৃতি বক্তৃতা। সৌরভ গাঙ্গুলী সিএবির সভাপতি হিসেবে ফিরতেই জগমোহন ডালমিয়া স্মৃতি বক্তৃতা ফেরানোর উদ্যোগ নিয়েছেন।

ফিরছে জগমোহন ডালমিয়া স্মৃতি বক্তৃতা। সৌরভ গাঙ্গুলী সিএবির সভাপতি হিসেবে ফিরতেই জগমোহন ডালমিয়া স্মৃতি বক্তৃতা ফেরানোর উদ্যোগ নিয়েছেন। ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিন আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। তার আগে এই বক্তৃতার আয়োজন করা হবে বলে সৌরভ জানিয়েছেন। পিঙ্ক বল টেস্টের পরে ফের পাঁচদিনের আর্ন্তজাতিক টেস্ট ম্যাচের আসর বসতে চলেছে ইডেনে। টেস্ট ম্যাচ দীর্ঘ ছয় বছর পরে ইডেনে ফিরে আসার সঙ্গে স্মৃতি বক্তৃতাও ফিরছে। বক্তা কে হবেন তা ঠিক হয়নি। তবে প্রথমবার নির্বাসন উঠে যাওয়ার পরে যে ক্রিকেট দলটি কলকাতায় খেলতে এসেছিল সেই দলের কোনও সদস্য বক্তা হিসেবে আসতে পারেন। ইডেনে শুভমান গিল নেতৃত্ব পাওয়ার পরে প্রথমবার টস করতে নামবেন। একইভাবে দীর্ঘদিন পরে বিরাট কোহলি এবং রোহিত শর্মাহীন ভারতীয় দলকে ইডেনে সাদা পোশাকের ক্রিকেটে দেখবে কলকাতা। সেদিক থেকে নতুন জমানার ভারতীয় ক্রিকেট দল ইডেনে খেলতে নামবে। তাই নতুন দিনের ভারতীয় ক্রিকেট দলকে স্বাগত জানাতে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও নানান পরিকল্পনা সাজাচ্ছেন। যার মধ্যে স্মৃতি বক্তৃতা অন্যতম। বঙ্গ ক্রিকেটের মসনদের দ্বিতীয় ইনিংসে সভাপতি সৌরভ। বাংলার ক্রিকেট উন্নয়নে নানান পরিকল্পনা সাজাচ্ছেন। মসনদে বসার কয়েক মাসের মধ্যে আর্ন্তজাতিক ক্রিকেটের আয়োজন করতে হচ্ছে। ইতিমধ্যে দৈনিক ষাট টাকায় টেস্ট ম্যাচ দেখার সুযোগ ক্রিকেট প্রেমীদের জন্য করে দিয়েছেন। যার বিক্রি অনলাইনে শুরু হয়ে গিয়েছে। সিএবি সূত্র বলছে প্রথম তিনদিনের টিকিট বিক্রি যথেষ্ট ভালো। প্রায় পঁয়ত্রিশ শতাংশ টিকিট ইতিমধ্যে অনলাইনে বিক্রি হয়ে গিয়েছে। দুই নভেম্বর থেকে অফলাইনে টিকিট বিক্রি শুরু হবে। সিএবির আশা ভারত বনাম দক্ষিন আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচে প্রতিদ্বন্দীতামূলক ক্রিকেট দেখা যাবে। এবং দর্শকে ভরে যাবে গ্যালারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *