কখনো শুল্ক বাড়াচ্ছে আবার হঠাৎ শুল্ক কমাচ্ছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট এমনটাই দাবি করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ভারতের উপর শুল্কহার শীঘ্রই ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫ থেকে ১৬ শতাংশ করা হবে। অন্যদিকে, ভারত-আমেরিকা বহু প্রতীক্ষিত বাণিজ্যচুক্তিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।
যদিও ভারতের বাণিজ্যমন্ত্রক কিংবা হোয়াইট হাউস কেউই এই রিপোর্ট নিয়ে এখনও মুখ খোলেনি। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশের শুল্কবোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট।
ফলে ভারতের উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশে। মার্কিন শুল্কবাণের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলি।
জানা যাচ্ছে, শুল্ককোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে। সংকটে পড়েছে দেশের চিংড়ি রপ্তানিও।
‘ট্রেড থিঙ্ক-ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ’-এর অনুমান, শুল্কবাণের জেরে ২০২৫-২৬ সালে আমেরিকায় ভারতের পণ্য রফতানি প্রায় ৪৩ শতাংশ কমে ৮৭ বিলিয়ন ডলার থেকে ৪৯.৬ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।
















Leave a Reply