Advertisement

রাজ্যে ১৭টি জেলায় CAA সহায়ক ক্যাম্প খোলার সিদ্ধান্ত রাজ্য বিজেপির

ভোট যত এগিয়ে আসছে ততোই নতুন ইস্যু সামনে আসছে। একদিকে ‘SIR’ প্রয়োগ ও অন্যদিকে আবার নতুন করে CAA -কে সামনে নিয়ে আসলো রাজ্য বিজেপি।

: নাগরিকত্ব সংশোধনী আইন দেশ জুড়ে কার্যকর হলেও বাংলায় সেই প্রক্রিয়া সম্পর্কে এখনও সাধারণ মানুষের বিষয়টা পরিচিতি পায়নি। কেন আবেদন করবেন, কীভাবে করবেন, তা জানেন না অনেকেই।

ভোটের আগে এবার সেই বিষয় নিয়েই তৎপর হল বিজেপি নেতৃত্ব। আজ, বুধবার বিজেপির নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে বিশেষ বৈঠক তথা কর্মশালার আয়োজন করা হয়েছিল।

শুধুমাত্র এসআইআরের জন‍্য নয়, নাগরিকত্বের জন্য সিএএ-তে যাতে বাড়তি জোর দেওয়া হয়, সেই বিষয়েই সতর্ক করলেন বিএল সন্তোষ, অমিত মালব্যের মতো বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা।

এদিন প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে সিএএ নিয়ে বৈঠক। ১৭টি জেলায় বিধানসভা ভিত্তিক সিএএ সহায়তা ক্যাম্প বা শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

মতুয়া, উদ্বাস্তু মানুষদের ভিড় রয়েছে, এমন জেলাগুলির উপর আলাদা নজরদারির কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে বনগাঁ, নদিয়া। এই দুই জেলার বিধায়করাও এদিন উপস্থিত ছিলেন বৈঠকে।

ওই সব বিধানসভার অধীনে থাকা প্রত‍্যেক মণ্ডলে তিনটি করে ক্যাম্প বা শিবির খুলতে হবে। ৩১ অক্টোবরের মধ‍্যে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে দায়িত্বপ্রাপ্তদের।

কারা কারা এই কাজে দায়িত্ব পেলেন, কারা দায়িত্ব পাবেন, তার তালিকা দিতে হবে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “দেশ ভাগের সময় বা তার পরে যে পাপ করেছে কংগ্রেস, সেই পাপমুক্তি বা প্রায়শ্চিত্ত করছে বিজেপি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *