ভারতের প্রতি বিশাল শুল্ক চাপিয়ে ভারতকে সন্ত্রস্ত করতে চেয়েছিল ট্রাম্প। কিন্তু ভারত মাথা নিচু করে নি। তারপরে মঙ্গলবার আবার ভারতের প্রতি শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প।
এবার তাঁর মুখে শোনা গেলো নতুন কথা – ভারত রাশিয়া থেকে তেল কেনা কমানে। আগামী সপ্তাহে আসিয়ান বৈঠক চলাকালীন মোদির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
দিনকয়েক আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন মোদি স্বয়ং। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত।
বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, যে ফোনকলের ভিত্তিতে ট্রাম্প এমন দাবি করেছেন তেমন কোনও ফোনকল আদতে ঘটেইনি। দিওয়ালি উপলক্ষে মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প।
শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, সেকথা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি। কিন্তু সেই ফোনালাপে ফের রুশ তেল কেনা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের, সেকথা মোদির পোস্টে উল্লেখ করা হয়নি।
তবে হোয়াইট হাউসে দিওয়ালির অনুষ্ঠানে ট্রাম্প দাবি করলেন, রুশ তেল কেনা নিয়ে মোদি ফের আশ্বাস দিয়েছেন তাঁকে। পুরোপুরি বন্ধ নয়, রুশ তেল কেনা কিছুটা কমিয়ে দেবে ভারত, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্টের।
ট্রাম্পের কথায়, “আমার মতো মোদিও চান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে যাক। তাই ওরা আগের থেকে রুশ তেল কমিয়ে দিয়েছে। আগামী দিনেও কমাবে।”
















Leave a Reply