Advertisement

প্রাথমিক ঝটকা সামলে গুজরাটের বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা

ঘূর্নিঝড় মন্থার আছড়ে জোরালো সম্ভাবনার পরোক্ষ প্রভাবে হেমন্তের বঙ্গের আকাশে মেঘের আনাগোনা। আর তাতেই ইডেনে বাংলা বনাম গুজরাট রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিনের খেলা আলোর অভাবে নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগে বন্ধ। দিনের শেষে বাংলা সাত উইকেটে ২৪৪রান তুলেছে। উইকেটে অপরাজিত রয়েছেন সুমন্ত গুপ্ত এবং আকাশদীপ। টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় গুজরাট। শুরুতেই সুদীপ চ্যাটার্জীর উইকেট হারিয়ে সমস্যায় পড়েছিল বাংলা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ব্যাট হাতে নির্ভরতা দিলেও গুজরাট ম্যাচে মাত্র তিন রান করে ফিরে যান। আট রানে প্রথম উইকেট হারানোর পরে বাংলার ইনিংস গড়ে তোলার কাজ শুরু করেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামি। উত্তরাখণ্ডের প্রথম ইনিংসের মত গুজরাটের বিরুদ্ধেও প্রথম ইনিংসে ব্যর্থ। মাত্র ২০ রান করে ফিরে যান। পচাত্তর রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলা। ফের যখন ব্যাটিং নড়বড়ে দেখাচ্ছে তখন দলকে টানলেন সুদীপ ঘরামি এবং সহ অধিনায়ক অভিষেক পোড়েল। চার নম্বরে ফের ব্যর্থ অনুস্টুপ মজুমদার(০)। সুদীপ ঘরামি ৯০বলে ৫৬ রানের ইনিংস সাজালেন একডজন বাউণ্ডারিতে। অভিষেক পোড়েল ৭১বলে ৫১ রানের ইনিংস সাজালেন নয়টি বাউণ্ডারিতে। প্রথম থেকেই বড় জুটিতে নয় ছোট ছোট জুটিতে ব্যাটিংয়ের ফাঁকফোকর বন্ধ করার চেষ্টায়ম বাংলার ব্যাটাররা। কখনও ঈশ্বরন-সুদীপ ঘরামি,কখনও সুদীপ ঘরামি-অভিষেক পোড়েল,আবার কখনও সুমন্ত-অভিষেক পোড়েল জুটি বাংলাকে দিনের শেষে ২৪৪ রানে পৌঁছে দিয়েছে। সুমন্ত ১০৮ বলে আটটি বাউণ্ডারিতে ৫৮ রানে অপরাজিত। প্রত্যাবর্তনের ম্যাচে শাহবাজ আহমেদ(২) ব্যর্থ। সুরজ সিন্ধু জয়সওয়াল ২১ রান করে লোয়ার মিডল অর্ডারে গুরুত্বপূর্ন অবদান রাখলেন। আকাশদীপ ৯ রানে অপরাজিত। ইডেনের পিচে বেশ কয়েকটি বল প্রথম দিনেই গড়িয়েছে। আবার আচমকা লাফিয়েছে। এই পিচে পরবর্তী সময়ে ব্যাটারদের সমস্যা হতে পারে। অভিষেক পোড়েল বলছেন আরও সত্তর থেকে আশি রান করার ক্ষমতা তাদের রয়েছে। নিজের বড় রান সুযোগ হাতছাড়া হলেেও হতাশ নন। ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *