রোহিত ১২১, কোহলি ৭৪, অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে হারাল শুভমন-গম্ভীরের ভারতরোহিত শর্মা এবং বিরাট কোহলির ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি জয় এনে দিল ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে সম্মানের লড়াইয়ে জিতে লজ্জা এড়াল ভারত। এক দিনের ক্রিকেটে অধিনায়ক হিসাবে প্রথম জয় পেলেন শুভমন গিল। শনিবার সিডনিতে ভারত জিতল ৯ উইকেটে। অস্ট্রেলিয়ার ২৩৬ রানের জবাবে ভারত ৩৮.৩ ওভারে ১ উইকেটে করল ২৩৭ রান।১৯৮৪ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের সিরিজ়ে কখনও হোয়াইটওয়াশ হয়নি ভারত। এ বার সেই সম্ভাবনা তৈরি হয়েছিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি এ যাত্রা লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিলেন।প্রথম দু’ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। সিডনিতে প্রথম রান করে ছোট্ট উচ্ছ্বাস সেরে নিলেন। বোঝা গেল চাপে ছিলেন। চাপ কাটতেই হাত খুললেন। জুটি বাঁধলেন দীর্ঘ দিনের সঙ্গী রোহিতের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে রান পাওয়া রোহিত এ দিন খেললেন ঝুঁকিহীন ইনিংস। আগের ম্যাচের মতো (৫৭টি) ডট বল খেলেননি। বহু দিন পর রো-কো জুটির দাপট দেখলেন ক্রিকেটপ্রেমীরা। সাত মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন দু’জনেই। প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন সাড়ে চার মাস। রো-কো দু’ম্যাচে প্রত্যাশাপূরণ করতে পারেননি। তাতেই গেল গেল রব উঠে গিয়েছিল। তাঁদের ক্রিকেট ভবিষ্যতকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল অনিশ্চয়তার কানা গলিতে। ভারতীয় দলের দুই সিনিয়র ব্যাটার জুটি বেঁধে খোলস ছাড়তেই ঝকঝকে দেখাল শুভমনের দলকে। প্রথম দু’ম্যাচে কোণঠাসা দলটাকেই চ্যাম্পিয়নের মতো মনে হল।ওপেন করতে নেমে এ দিনও দারুণ কিছু করতে পারেননি অধিনায়ক শুভমন। তবে তাঁর ২৬ বলে ২৪ রানের মধ্যে বড় ইনিংসের সম্ভাবনা ছিল। শুভমন আউট হওয়ার পর দায়িত্ব তুলে নেন দুই প্রাক্তন অধিনায়ক। কোহলি ব্যক্তিগত ৩৬ রানের মাথায় এক বার নাথান এলিসের বলে এলবিডব্লুউয়ের আবেদন থেকে বেঁচে যান। মাঠের আম্পায়ার আউট দেননি। ডিআরএসের আবেদন খারিজ করে দেন তৃতীয় আম্পায়ারও।১০৫ বলে এক দিনের ক্রিকেটে নিজের ৩৩তম শতরান করলেন রোহিত। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ১২৫ বলে ১২১ রানের ইনিংস খেলে। তাঁর ব্যাট থেকে এল ১৩টি চার এবং ৩টি ছয়। ২২ গজের অন্য প্রান্তে কোহলি অপরাজিত থাকলেন ৮১ বলে ৭৪ রান করে। মারলেন ৭টি চার। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তাঁরা।রো-কো জুটির সামনে নির্বিষ দেখিয়েছে অস্ট্রেলীয় বোলিং আক্রমণকে। ২৩ রানে ১ উইকেট জশ হেজ়লউডের। আর কেউ উইকেট পাননি। নাথান এলিস, কুপার কোনোলি, ম্যাথু শর্টেরা ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেননি।টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। এ দিন পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি আয়োজকেরা। প্রথম ছয় ব্যাটার কিছু ক্ষণ করে ২২ গজে টিকলেও, অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ দিকে পর পর উইকেট পড়ে। ৪৬.৪ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। শুরুটা খারাপ করেননি ট্রেভিস হেড এবং মার্শ। হেড করেন ২৫ বলে ২৯। মার্শের ব্যাট থেকে এসেছে ৫০ বলে ৪১ রান। তিন নম্বরে নেমে ম্যাথু শর্ট করেন ৪১ বলে ৩০।
রোহিত ১২১ কোহলি ৭৪ অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে পরাস্ত করলো ভারত।
















Leave a Reply