আবহাওয়াবিদদের কথামতো মন্থার প্রভাব এরাজ্যে আর ঠিক সেইমতো আজ বিকেল দিকে রীতিমতো প্রভাব পড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় ।
শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও চলছে দমকা হাওয়া। এমনই ছবি ধরা পরল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট দেউলিয়া পাঁশকুড়া মেচেদা,
তমলুক সহ বিভিন্ন জায়গায়। তবে এই দমকা হওয়ার প্রভাবে তমলুকের মেলাহাইত গ্রামে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের উপর একটি মেলার বাঁশের তোরণ ভেঙে পড়ে।
আর এই তোরণ ভেঙে পড়ার ফলে রীতিমত যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম রাজ্য সড়কে।জানা গেছে স্থানীয় ঐ এলাকায় একটি মেলার জন্য তোরণ বাধা হয়েছিল। আর এই মেলার জন্য বসেছিল বেশকিছু দোকান।
বিকেলের এই দমকা হওয়ার প্রভাবে তোরণ ভেঙে পড়ে এবং কয়েকটি মেলার অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।















Leave a Reply