ম্যাচেও সূর্যের বিশ্বরেকর্ডবৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। খেলা ভেস্তে গেলেও বিশ্বরেকর্ড করা আটকায়নি সূর্যকুমার যাদবের। ২৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসেই নজির গড়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। টপকে গিয়েছেন নিউ জ়িল্যান্ডের মার্টিন গাপ্টিলকে।বুধবার ক্যানবেরায় বৃষ্টির জন্য প্রথমে ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ১৮ করা হয়। ভারতীয় ইনিংসের ৯.৪ ওভারের পর আবার বৃষ্টি নামে। পরে আর খেলা শুরু করা যায়নি। খেলা থামার সময় ভারতের রান ছিল ১ উইকেটে ৯৭। সে সময় সূর্যের সঙ্গে ২২ গজে অপরাজিত ছিলেন শুভমন গিল (২০ বলে ৩৭)। ম্যাচ ভেস্তে গেলেও বিশ্বরেকর্ড করে নিয়েছেন সূর্য। এ দিন ২৪ বলের ইনিংসে ৩টি চার এবং ২টি ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় ছয়টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ১৫০তম। ভারতের দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করেছেন সূর্য।আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পূর্ণ সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম টি-টোয়েন্টি ইনিংসে ১৫০টি ছক্কা মারলেন তিনি। ৯১তম ম্যাচ এবং ৮৬তম ইনিংসে ১৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন। গাপ্টিল ১৫০টি ছক্কার মাইলফলক স্পর্শ করেছিলেন ১০৫তম ইনিংসে। সব মিলিয়ে বিশ্বরেকর্ডের মালিক সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটার মুহম্মদ ওয়াসিম। তিনি ৬৬তম ইনিংসে ১৫০টি ছক্কা মেরেছিলেন।
ম্যাচেও সূর্যের বিশ্বরেকর্ডবৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
















Leave a Reply