Advertisement

আজ (শুক্রবার ) বেলা ১২ টায় প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক পার্ট ওয়ানের ফল প্রতীক্ষার অবসান।

প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৩১ অক্টোবর, শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হবে তৃতীয় সেমেস্টারের ফল।

* কোথায়-কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের ফল?অনলাইনেই জানা যাবে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল। পরীক্ষাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করে দেখতে হবে রেজাল্ট। দুপুর ২টো থেকে তা ডাউনলোড ও প্রিন্ট আউট করা যাবে। হার্ড কপি মিলবে স্কুল থেকেই।

প্রধান শিক্ষক রেজাল্টের কপি ডাউনলোড করে স্ট্যাপ সহ স্বাক্ষর করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন। * কীভাবে চেক করবেন রেজাল্ট?

https://result.wb.gov.in এই ওয়েবসাইটে ঢুকলেই নিজেদের ফল জানা যাবে। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করা যাবে দুপুর সাড়ে ১২টার পর থেকেই। কিন্তু সেই রেজাল্টের কপি ডাউনলোড করা যাবে দুপু ২টোর পর।

৩৯ দিনের মাথায় উচ্চমাধ্য়মিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট আউট হচ্ছে। এই সেমেস্টার শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর থেরে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলেছে পরীক্ষা। প্রথম ক্লাস টুয়েলভে এই সেমিস্টার সিস্টেম চালু হয়েছে।

এই বছর ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ পরীক্ষার্থীর এনরোলমেন্ট ছিল। তার মধ্যে ৯৮.৪২ শতাংশ পরীক্ষায় বসেছেন। পর্ষদের দাবি, পরীক্ষা দেয়নি ১.৫৮ শতাংশ। যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। পর্ষদের মতে, সিমেস্টার পদ্ধতির জন্যই পরীক্ষার উপস্থিতির হার এত বেশি হয়েছে। এই বছর পরীক্ষা হয়েছে OMR শিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *