বৃহস্পতিবার বিকেলে কুনাল ঘোষ দুটি ভোটার তালিকা হাতে নিয়ে সাংবাদিকদের বললেন ভোটার তালিকায় গন্ডগোল আছে। ২০০২ সালের ভোটার তালিকা ও কমিশনের আপলোড করা ডিজিটাল লিস্টে বিস্তর ফারাকের অভিযোগ করেছে তৃণমূল।
বুথ উল্লেখ করে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন, বহু ভোটারের নাম নেই কমিশনের আপলোড করা লিস্টে।
কার্যত এই অভিযোগ স্বীকার করে নিল নির্বাচন কমিশন। এদিন জানানো হয়েছে, ওয়েবসাইটে সমস্যার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।
তবে শুক্রবারের মধ্যে সমস্যা মিটে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। ২০০২ সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল।
সেই মোতাবেক এবারের এসআইআরে ওই বছরের ভোটার তালিকাকে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। যাঁদের নাম সেই বছরের তালিকায় রয়েছে, তাঁদের আর কোনও অতিরিক্ত নথি দেখাতে হবে না বলে জানানো হয়েছে।
এই নিয়েই মুহুর্ত সময় নষ্ট না করে ময়দানে নেমে পড়েছেন কুনাল ঘোষ। তিনি দাবি করেন, ২০০২ সালের ভোটার লিস্টে যাঁদের নাম ছিল, সম্প্রতি কমিশনের আপলোড করা ওইবছরের অনলাইন তালিকায় তাঁদের অনেকের নাম নেই।
পরিকল্পনামাফিক এসআইআর-এর আগেই নাম বাদ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এই অভিযোগ কার্যত মেনে নিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ওয়েবসাইটে সমস্যার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।
শুক্রবারের মধ্যে সমস্যা মিটে যাবে। প্রসঙ্গত, গত সোমবার রাজ্যে এসআইআর ঘোষণা করেছে কমিশন। সেই সাংবাদিক বৈঠকেই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলেই চিন্তার কোনও কারণ নেই।
















Leave a Reply