Advertisement

মাত্র ১২ বছর বয়সেই আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পূর্ব বর্ধমানের প্রত্যুষার

বাঙালি হিসাবে এটা আমাদের গর্বের মুহুর্ত। বর্ধমানের ছোট্ট মেয়ে প্রত্যুষা সকলকে পিছনে ফেলে গলায় পারলো বিজয় মালা।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১২টি দেশের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের কোরা গ্রামের ১২ বছর বয়সী প্রত্যুষা কোলে।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ট্র্যাডিশনাল যোগায় ১০-১২ বছর বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে সে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগের চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স রাউন্ডে রানার্স আপ হয়েছে প্রত্যুষা।

মাত্র ১২ বছর বয়সেই তাঁর এই সাফল্যে দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার নাম উজ্জ্বল হল। প্রত্যুষার এই সাফল্যে খুশি গ্রামবাসীরাও।

ছোটবেলা থেকেই বর্ধমানের এই কন্যা যোগাসনে জেলা ও রাজ্য স্তরে সাফল্য অর্জন করেছে। এই গর্ব শুধু প্রত্যুষা বা বর্ধমান জেলার নয়, এই গর্ব সমগ্র ভারতবর্ষের।

আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতাটি নেপালে অনুষ্ঠিত হয়েছিল। ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, রাশিয়া, জাপান, সিঙ্গাপুর, ইউএসএ, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ ১২টি দেশ অংশগ্রহণ করেছিল।

নেপালে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে জেলা, রাজ্য এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রত্যুষা। সেখানে সে সাফল্যের সঙ্গেই প্রথম স্থান অধিকার করেছিল।

সেই ধারা অব্যাহত রেখে নেপালেও সে প্রথম হয়ে স্বর্ণপদক জয় করে। প্রতিযোগিতায় প্রথম হয়ে একটি গোল্ড মেডেল, একটি ট্রফি ও সার্টিফিকেট পায় সে।

সমস্ত গ্রুপের প্রথম ও দ্বিতীয়দের নিয়ে হওয়া চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় খুদে বঙ্গতনয়া তাঁর থেকে অনেক বড়দের সঙ্গে লড়াই করে রানার্স হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *