Advertisement

মিরাকেল আজও ঘটে – যা না দেখলে বিশ্বাস করা যায় না এমন ঘটনা এখনও ঘটে।

তাই একেই বলে ‘মিরাক্যাল’। ঘটনাটা খুবই দ্রুত সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। গুজরাটের এই আশ্চর্য ঘটনায় সকলেই অবাক। নম্বর প্লেটহীন একটি গাড়ি চাপা দিল ৩ বছরের শিশুকন্যাকে।

যদিও কয়েক মুহূর্তে পরেই উঠে দাঁড়াল শিশুটি! গাড়িটি চালাচ্ছিল এক নাবালক! বুধবারের এই ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। যা ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

নেটিজেনরা যেমন বলছেন, ট্রাফিক আইনের দফরফা। অন্যদিকে কারও কারও মন্তব্য, রাখে হরি মারে কে! বাড়ির কাছে রাস্তায় খেলছিল শিশুটি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আপন খেয়ালে রাস্তা দিয়ে হাঁটছিল সে।

পিছনে থাকা গাড়িটিকে লক্ষ্যই করেনি। আচমকা একটি মোড় থেকে বেরিয়ে আসে গাড়িটি। পিছন থেকে ধাক্কা মারে শিশুকন্যাকে। ওই অবস্থায় গাড়িটি খানিক এগিয়েও যায়।

স্থানীয়রা চিৎকরা করলে থামে সেটি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়িটিকে ঘিরে ধরেছে ক্ষুব্ধ জনতা। এক মহিলা নাবালক চালককে চড়-থাপ্পড় মারছেন। যদিও ‘অলৌকিক’ কাণ্ড ঘটে যায়!

ভিডিওতে দেখা গিয়েছে, শিশুটি অক্ষত অবস্থায় গাড়ির নিচ থেকে বেরিয়ে আসছে। আজব কাণ্ডের ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন হিমাংশু পারমার নামের এক ব্যক্তি।

শিশুটি অক্ষত থাকলেও আহমেদাবাদ পলিশ জানিয়েছে, এই ঘটনায় গাড়ির মালিক এবং নাবালক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও প্রশাসনের বিরুদ্ধে আঙুল উঠছে। নম্বরহীন গাড়ি রাস্তায় চলতে পারে?

নাবালক চালককে ধরল না পুলিশ! অন্যদিকে নেটিজেনদের একাংশ বলছে, ‘অলৌকিক কাণ্ড যে ঘটে এটা তার প্রমাণ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *