আসন্ন নির্বাচনের আগে নির্বাচন কমিশন বিহারের মতো বাংলাতেও চালু করে দিয়েছে ‘SIR’। আর এর বিরোধিতা করে সম্মুখ সমরে নেমে পড়েছে শাসক তৃণমূল।
এর নেতৃত্বে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।নির্বাচন কমিশনের উদ্যোগে চলা এই প্রক্রিয়াকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। * অভিষেকের ভার্চুয়াল বৈঠকে তৎপরতার বার্তা।
শুক্রবার দলীয় নেতা–কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি তিনি বুথ লেভেল এজেন্ট (বিএলএ) দের তৎপরতা দেখাতে নির্দেশ দেন। অভিষেক স্পষ্ট জানান, এসআইআর চলাকালীন কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারদের (বিএলও) কার্যত ছায়াসঙ্গী হয়ে কাজ করতে হবে তৃণমূলের বিএলএদের। পাশাপাশি, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে পূর্ণ ধারণা রাখার পরামর্শও দেন তিনি।
* হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল- অভিষেকের মূল কথা একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে চূড়ান্ত প্রতিবাদ হবে। দলের তরফে জানানো হয়েছে, আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যজুড়ে তৃণমূল চালু করতে চলেছে বিশেষ হেল্প ডেস্ক।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই হেল্প ডেস্ক খোলা থাকবে। এসআইআর সংক্রান্ত সাধারণ মানুষের প্রশ্ন, দ্বন্দ্ব বা সমস্যার সমাধান করতে এই হেল্প ডেস্কের কর্মীরা সরাসরি সাধারণ মানুষের পাশে থাকবেন।
* প্রশিক্ষণে ব্যস্ত BLA-রাতৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই বিএলএদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। এসআইআর কী, এর প্রয়োজনীয়তা কী, কাদের নাম অন্তর্ভুক্ত বা বাদ যেতে পারে—এসব বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে কর্মীদের।
রাজ্যের প্রায় ৯০ হাজার বুথে দুইজন করে বিএলএ কাজ করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। * অভিযোগ জানানোর নম্বরও প্রকাশদলের তরফে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত কোনও সমস্যা বা অভিযোগ থাকলে ক্যামাক স্ট্রিটের দলীয় দপ্তরে যোগাযোগ করা যাবে। এর জন্য একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে —৮১৪২৬৮১৪২৬
















Leave a Reply