কলকাতা পুলিশের সীমানা আবার বিন্যাস করে নতুন করে সাজানো হলো কলকাতা পুলিশকে। এর ফলে অনেকটাই প্রশাসনিক সুবিধা হবে বলে জানাগেছে লালবাজার সূত্রে।
কলকাতা পুলিশের পাঁচ থানার সীমানা বিন্যাস। আলিপুর,পার্ক স্ট্রিট ওয়াটগঞ্জ, নিউ মার্কেট , একবালপুর থানার সীমানা বিন্যাস। আলিপুর এবং পার্ক স্ট্রিটের এলাকা বাড়ানো হল।
পার্ক স্ট্রিটে থানার অন্তর্গত করা হলো লিন্ডসে স্ট্রিট,সদ্দর স্ট্রিটকে যা আগে ছিল নিউমার্কেট থানার অধীনে। কমানো হল নিউ মার্কেট,ওয়াটগঞ্জ এবং একবালপুর থানার এলাকা।
বর্তমানে শহরজুড়ে মোট ৯১টি থানা রয়েছে। যার মধ্যে পাঁচটি থানার সীমানায় পুনর্বিন্যাস ঘটিয়েছেন নগরপাল মনোজ ভর্মা। যা কার্যকর হয়েছে শনিবার থেকে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, এই পাঁচটি থানা হল আলিপুর, পার্ক স্ট্রিট, ওয়াটগঞ্জ, নিউ মার্কেট ও একবালপুর। নয়া নির্দেশিকায় গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে আলিপুর ও পার্ক স্ট্রিট থানার।
বাড়ানো হয়েছে তাদের সীমানাও। অন্য দিকে, বাকি তিনটি থানার গুরুত্ব যেন আগের তুলনায় কমেছে লালবাজারের কাছে।
















Leave a Reply