খুবই ভালো জননেত্রী। আর সেই কারণেই তিনি সবদিক বজায় চলেন। তিনি ভুলে জাননি যে ২ নভেম্বর শাহরুখ খানের জন্ম দিন। আর এই বিশেষ দিনে ‘ভাই’-কে রাত ১২টার ঠিক এক মিনিট আগে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মমতা।
সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে যাও।’ এদিকে, ইতিমধ্যেই তাঁর ভক্তরা শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।
পাশাপাশি, বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী তাঁদের প্রিয় শাহরুখকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে জন্মদিনে পছন্দের তারকার একটু উষ্ণ সাক্ষাৎ পেতে মায়ানগরী মুম্বইতে ভিড় জমিয়েছেন অনুরাগীরা।
বিশেষ করে শাহরুখের বাড়ি ‘মন্নত’-এর সামনে শনিবার রাত থেকেই প্রচুর মানুষ অন্যান্যবারের মতো ভিড় করেছেন। এমনকী, দেশের নানা প্রান্তে থাকা ভক্তরাই নন, এসেছেন বিদেশ থেকেও শাহরুখের ভক্তরা। তাঁদের আশা একটাই, জন্মদিনে শাহরুখের একটু সাক্ষাৎ পাওয়া।
















Leave a Reply