দিল্লির রাজেন্দ্র নগরের ছোট্ট এক ছেলেকে আজ বিশ্বের কোটি কোটি মানুষ চেনে “কিং খান” নামে। অভিনয়ের পাশাপাশি মানবিক কাজ, সমাজসেবায়ও তিনি আজ এক অনুপ্রেরণা।
ফ্যানরা আজ মুম্বইয়ের মান্নাতের বাইরে ভোরদিল্লির এক সাধারণ পরিবারে জন্মানো শাহরুখ খান আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। ১৯৯২ সালে “দিওয়ানা” ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
“দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে”, “চেন্নাই এক্সপ্রেস”, “পাঠান” — একের পর এক হিট সিনেমা তাঁকে পৌঁছে দিয়েছে কিংবদন্তির আসনে।তাঁর হাসি, তাঁর সংলাপ, তাঁর চোখে ভালোবাসার ঝিলিক — সব মিলিয়ে শাহরুখ খান আজ এক অনুভূতির নাম।
শুধু ভারত নয়, বিশ্বের নানা প্রান্তে তিনি ভারতীয় সিনেমার মুখ। নতুন প্রজন্মের কাছে তিনি শুধুমাত্র অভিনেতা নন, তিনি এক “ড্রিম আইকন” — যার জীবন শেখায়, স্বপ্ন দেখো, পরিশ্রম করো, একদিন জয় আসবেই শাহরুখ খানের জন্মদিনে আজ সকাল থেকেই মান্নাতের সামনে উপচে পড়েছে ভক্তদের ঢল।
হাতে পোস্টার, ফুল, কেক — কেউ আবার গাইছে “তুঝে দেখা তো ইয়ে জানা সনম”। সন্ধ্যায় বারান্দায় এসে হাসিমুখে হাত নাড়লেন কিং খান, ভক্তরা মুহূর্তেই মোবাইলে বন্দি করলেন প্রিয় তারকার সেই দৃশ্য।
















Leave a Reply