Advertisement

বিজেপি নেতা কর্মীদের গাছে বেঁধে রাখার নির্দেশ দিলেন বরানগরের তৃণমূল কাউন্সিলার SIR নিয়ে সচেতনার বার্তা দিতে বাড়ি বাড়ি গিয়ে উপস্থিত হলেন বরানগরের দাপুটে তৃণমূল কাউন্সিলার অঞ্জন পাল।

SIR কি ও কেন? – এমন লেখা সম্বলিত লিফলেট হাতে নিয়ে তিনি সোমবার সকালেই পৌঁছে যান প্রত্যেকের বাড়িতে। সেই সঙ্গে বলছেন, “সারা বাংলা জুড়ে এসআইআরের নামে ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা চলছে। যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা ছেড়ে দেব না।

২০০২-এর তালিকা তোমরা এসে দেখে নেবে। যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, তারপর কোনও বিজেপি কর্মী এলে একদম গাছে বেঁধে রেখে দেবে, এই জায়গায় কোনও কম্প্রোমাইজ নয়।” রীতিমতো আঙুল উঁচিয়ে এ কথা বলতে দেখা গেল অঞ্জন পালকে।

বিজেপির উত্তর শহরতলীর সভাপতি চণ্ডীচরন রায় বলেন, “ভোটারদের ভয় দেখাচ্ছেন কাউন্সিলর অঞ্জন পাল। বিজেপিকে ভয় দেখাচ্ছে। হেরে যাবে বলে অহেতুক আতঙ্ক সৃষ্টি করছে। আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি।”

এদিকে, অঞ্জন পালের সাফ জবাব তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কাজ করছেন। গাছে বেঁধে রাখার কথায় কোনও অন্যায় দেখছেন না তিনি।

দলগত স্বার্থকে সুরক্ষিত রাখার কথাও বলেছেন তিনি।সিপিএমের প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় বলেন, “তৃণমূল হেরে যাবে বলে এইসব করছে। এই করে তৃণমূল রাস্ট্রপতি শাসন জারি করিয়ে দেবে। তবে এর আগেও এসআইআর হয়েছে। তাই ভয়ের কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *