বাড়ি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলো এনুমারেশন ফর্ম! ফর্মটি নিজের হাতে সংগ্রহ করলেন মমতা। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার অনেক আগে থেকেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
রাজ্যের শাসক দলের দাবি, এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জনের নামে রাজ্যের বৈধ ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই বার্তাই পৌঁছে দিতে তৃণমূল নেতারা এই প্রক্রিয়ার বিরুদ্ধে পথে নেমেছেন।
মঙ্গলবার সেই ইস্যুতেই পথে নামলেন দলের সর্বোচ্চ দুই নেতা, যথা- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে এসআইআর নিয়ে প্রতিবাদের ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছল এসআইআর-এর এনুমারেশন ফর্ম। সূত্রের খবর, বুধবার সকাল প্রায় ১০টা ৫০ মিনিট নাগাদ ৭৭ নম্বর বুথের বিএলও অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে ফর্মটি হস্তান্তর করেন। তিনি বর্তমানে রাজ্য সরকারের অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফর্মটি গ্রহণ করেছেন বলে খবর। এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়ম অনুযায়ী ফর্মটি পূরণ করা হলে মুখ্যমন্ত্রী দপ্তর থেকেই বিএলও-কে জানানো হবে যাতে ফর্মটি তাঁরা সংগ্রহ করে নিয়ে যায়। উল্লেখ্য, মঙ্গলবারই এসআইআরের বিরোধিতায় পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কলকাতার আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রা করেন তিনি। পরে জোড়াসাঁকোয় আয়োজিত সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা প্রথম থেকেই শক্ত হাতে মোকাবিলা করছি। যদি একটাও নাম বাদ যায়, বিজেপি সরকার ভেঙে ছাড়ব।”
















Leave a Reply