Advertisement

জার্মান ফুটবল কিংবদন্তি লোথার ম্যাথিউস আসছেন কলকাতায়বেঙ্গল সুপার লিগের দূত হিসেবে ১৬ নভেম্বর সফর

আসন্ন বেঙ্গল সুপার লিগের (BSL) গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে ঘোষিত ফিফা বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউস ১৬ নভেম্বর কলকাতা সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে রাজ্যে ফুটবল প্রচার জোরদার করার জন্য একাধিক কর্মসূচি আয়োজন করা হবে।

ডিসেম্বরে শুরু হতে চলা লিগের প্রথম মরশুমের আগে ম্যাথিউসের উপস্থিতি টুর্নামেন্টের প্রচার আরও বাড়াবে এবং তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা দেবে বলে আশা করা হচ্ছে। সফরকালে তিনি খেলোয়াড়, কোচ ও বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করবেন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা ও পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে বাংলার ফুটবলের উন্নয়ন নিয়ে কথা বলবেন।

ম্যাথিউস সর্বশেষ কলকাতা এসেছিলেন ২০১০ সালের জানুয়ারিতে, ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে।

২০২৫ সালের জুলাইয়ে চালু হওয়া এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)-এর লাইসেন্সপ্রাপ্ত BSL-এ মোট আটটি ফ্র্যাঞ্চাইজি দল থাকবে—
সুন্দরবন বেঙ্গল টিভিএস এফসি, বর্ধমান ব্লাস্টার্স, গৌরবঙ্গা এফসি, আদমাস ২৪ পরগনা এফসি, কোপা টাইগার্স বোলপুর, নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, হাওড়া ওয়ারিয়র্স এবং বিধাননগর এফসি।

ম্যাচগুলি চারটি জেলা ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *