Advertisement

ভারতের বৃহত্তম আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে গড়ে ওঠা বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে ভারচুয়ালি ২২ হাজার দর্শকাসন বিশিষ্ট আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা। এই স্টেডিয়াম আগামী দিনে হয়ে উঠতে চলেছে বাংলার হকি ক্রীড়া পরিকাঠামোর প্রাণকেন্দ্র।ক্রীড়া দপ্তর সুত্রের খবর, ওই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের সিন্থেটিক টার্ফ, অস্ট্রেলিয়ার মতো আর্দেন গ্যালারি, ওয়ার্ম আপ জোন, ২টি সুসজ্জিত ড্রেসিং রুম, ১টি ভিভিআইপি বক্স, ২টি ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ, আম্পায়ার ও ভিডিয়ো আম্পায়ার রুম, ডোপ টেস্টিং ও মেডিক্যাল রুম, সম্প্রচার এবং ভিডিয়ো অ্যানালিস্ট-এর জন্য নির্দিষ্ট রুম সবই থাকবে। টেলিভিশন সম্প্রচারের জন্য আধুনিক ভেন্যু পরিচালনা কেন্দ্র, প্রেস কর্নার, মিক্সড রুমও তৈরি হয়েছে। শহরের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *