Advertisement

অভিষেক দ্বিতীয় দফায় চালু করতে চলেছে ‘সেবাশ্রয়’ প্রকল্প

আজ, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই জন্মদিনে তিনি ঘোষণা করলেন, ডায়মন্ড হারবারে দ্বিতীয় দফায় তিনি চালু করতে চলেছেন সেবাশ্রয় প্রকল্প।

সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “মানবসেবার কর্তব্যকে শিরোধার্য করে, স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করতে আমি ‘সেবাশ্রয়’-এর উদ্যোগ গ্রহণ করেছিলাম।

ডায়মন্ড হারবার লোকসভার সকল নাগরিক-সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য-পরিষেবা দিতে পেরে আমি অন্তরের অন্তস্তল থেকে খুশি হয়েছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল হয়ে উঠেছিল ‘সেবাশ্রয়’।

কথা দিয়েছিলাম, আবারও এই ‘সেবাশ্রয়’ ফিরবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে আবারও শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’।” অভিষেক জানিয়েছেন, “১ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবিরগুলি চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে চলবে মেগা ক্যাম্প।

স্বাস্থ্য শিবিরগুলি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। সাধারণ মানুষের সেবা এবং আর্ত-দুঃস্থ মানুষের আশ্রয়- এই আদর্শকে পাথেয় করেই দ্বিতীয়বারের ‘সেবাশ্রয়’ ফিরছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *