Advertisement

আজ, শুক্রবার প্রকাশিত হতে চলেছে SSC র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ফল SSC সূত্রের খবর,

শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে SSC র পরীক্ষার ফল। SSC-র তরফে জানানো হয়েছে, এদিন রাত ৮টার পর থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

ওয়েবসাইটের (https://www.westbengalssc.com/) মাধ্যমেও ফল জানা যাবে। কীভাবে চেক করবেন রেজাল্ট, রইল স্টেপ বাই স্টেপ গাইড। SSC সূত্রে জানা গিয়েছে, এদিন ফলপ্রকাশের কিছুক্ষণ আগে ‘মডেল আনসার কি’ প্রকাশ করা হবে।

৩৪টি বিষয়ের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করা হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের নাম, রোল নম্বরও প্রকাশ করা হবে ওয়েবসাইটে। সেই তথ্য দিয়েই SSC-র ওয়েবসাইট (https://www.westbengalssc.com/) থেকে নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল। এই পর্যায়ে আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন প্রার্থী। এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ১২ হাজার ৫১৪টি।

কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতি ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। ফলাফল ঘোষণার পর প্রথমে একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে।

কমিশন সূত্রের খবর, নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করতে নথি যাচাই করা হবে কেন্দ্রীয় ভাবে। কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য রাজ্যকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে।

পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চল। প্রতিটি অঞ্চলের দায়িত্বে আলাদা আলাদা অফিসার রয়েছেন। শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, ‘ফলাফল প্রকাশের পর দ্রুত ইন্টারভিউ নিতে হবে।

তাই এবার কেন্দ্রীয় নয়, আঞ্চলিকভাবেই ইন্টারভিউ নেওয়া হবে।’ নিয়োগ প্রক্রিয়ার দিকে নজর রয়েছে সুপ্রিম কোর্টেরও। আদালতের নির্দেশ মেনে প্রতিটি ধাপ সম্পন্ন হচ্ছে। তাই কমিশনও চাইছে, যেন একটিও ভুল না হয়। কারণ এই রেজাল্টই অনেক চাকরিহারার ভবিষ্যৎ নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *