Advertisement

নারী পাচারের অভিযোগে শহরের তিন জায়গায় ইডি হানা

শীতের শুরুতেই আবার শীতঘুম ভেঙে নড়ে উঠেছে ইডি। শুক্রবার একদম সকালেই বাহিনী নিয়ে মাঠে নেমে পারেন ইডির আধিকারিকরা।

কেন্দ্রীয় তদন্তকারী দল সকাল ৬টা নাগাদ পৌঁছয় হোটেলের ব্যবসায়ী জগজিৎ সিংয়ের বাড়িতে। সূত্রের খবর, জগজিৎ সিংয়ের ব্যবসার টাকা কোন কোন খাতে গিয়েছে সেই বিষয়ের তদন্ত করতেই বাড়িতেই পৌঁছেছে Ed।

অন্যদিকে দমদম শ্রাচি গার্ডেনে গৌতম সরকার নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতেও পৌঁছন ইডি আধিকারিকরা। বিভিন্ন পুরসভায় কাজ করেন তিনি৷ সূত্রের খবর, মানব পাচারের মামলায় ২০১৫ সালে এই সিভিল ইঞ্জিনিয়ারের নামে এফআইআর হয়েছিল।

সেই তদন্তেই শুক্রবার ইডি আধিকারিকরা পৌঁছয় এই সিভিল ইঞ্জিনিয়ারদের বাড়িতে। সেখানে গৌতম সরকারকে এদিন জিজ্ঞাসাবাদও করছেন গোয়েন্দা আধিকারিকরা।

সূত্রের খবর শুক্রবার জগজিৎ সিং এর সল্টলেক BH184 সিং ভিলা, দমদমের শ্রাচি গার্ডেনের গৌতম সরকারের অ্যাপার্টমেন্ট ছাড়াও সল্টলেকের FE ব্লকের আজমল সিদ্দিকীর বাড়িতেও হানা দেয় ইডির টিম।

মূলত এই তিনজনই নারী পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে ইডি সূত্রে খবর। জানা যাচ্ছে, জগজিৎ সিংয়ের কলকাতা শহরে অনেক জায়গায় রেস্তোরাঁ এবং পানশালা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *