“রিচা ঘোষকে আগামী দিনে ভারতের অধিনায়ক দেখতে চান,” সংবর্ধনা মঞ্চে বললেন সৌরভ গাঙ্গুলী। শনিবার বিকেলে সিএবি ইডেনময়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সিএবি সোনার ব্যাট তুলে দিয়ে সংবর্ধনা দিল। ৩৪ লক্ষ টাকা আর্থিক পুরস্কারও দেওয়া হল। রাজ্য সরকার সিএবির সংবর্ধনার মঞ্চে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বঙ্গভূষন সম্মান দিল রিচাকে। সোনার হার দিয়ে সম্মানিত করা হল। পাশাপাশি ডিএসপি পদমর্যাদার পুলিশে চাকুরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল। সৌরভ বললেন মেয়েদের ক্রিকেটের উত্তরণের কথা।তিনি ব্যক্তিগতভাবে রিচার হাতে তুলে দিলেন স্ফটিকের ঘোড়া। ঝুলন গোস্বামীর লড়াইয়ের গল্প। একইভাবে ঝুলন গোস্বামীর অনুরোধে রিচাকে বাংলা দলে অনেক কম বয়সে অন্তর্ভুক্ত করার কথা। ঝুলন শোনালেন রিচাকে পাওয়ার গল্প। সব মিলিয়ে ঝুলন যে লড়াই শুরু করেছিলেন রিচার হাতে তা পূর্নতা পেল। এবার সামনে এগিয়ে যাওয়ার আব্দারও এল একই সঙ্গে।
রিচা ঘোষকে আগামী দিনে ভারতের অধিনায়ক দেখতে চান,” সংবর্ধনা মঞ্চে বললেন সৌরভ গাঙ্গুলী।
















Leave a Reply