Advertisement

কলকাতায় পা দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে ইডেন ঘুরে গেলেন গৌতম গম্ভীর

কলকাতায় পা দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে ইডেন ঘুরে গেলেন গৌতম গম্ভীর। উদ্দেশ্য পিচ পরীক্ষা। ১৪নভেম্বর থেকে ভারত বনাম দক্ষিন আফ্রিকার দুই টেস্টের সিরিজের প্রথমটি ইডেনে শুরু হচ্ছে। ফলে ইডেনে এখন ব্যস্ততা তুঙ্গে। ছয়বছর পরে ইডেনে ফের পাঁচদিনের ক্রিকেট। শুভমান গিল প্রথমবার নেতৃত্বের আর্মব্যাণ্ড পড়ে টস করতে নামবেন। পিঙ্ক বল টেস্টের সময় ভারতীয় ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে ছিলেন। ফের ইডেনে টেস্ট,সৌরভ সিএবির সর্বোচ্চ পদে। বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ভারতকে যাবতীয় সুবিধা দিতে সিএবি তৎপর। বিশেষ করে পিচ থেকে শুভমান গিল রা যাতে সুবিধা পান সেদিকে নজর রাখা হচ্ছে। বলা হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট না কি স্পিন সহায়ক উইকেট চেয়েছেন। সৌরভ গাঙ্গুলী বলেছেন তাঁর কাছে এমন ধরনের কোনও প্রস্তাব আসেনি। তবে ইডেনের বাইশগজ তিনি পরীক্ষা করেছেন। যথেষ্ট ভালো উইকেট হয়েছে। পিচ কিউরেটর সুজন মুখার্জীও বলছেন ভারতীয় দলের তরফে স্পিন সহায়ক বাইশগজ তৈরির অনুরোধ তার কাছে আসেনি। পিচ দেখতে এসেও গৌতম গম্ভীর ডিজাইনার উইকেটের অনুরোধ করেননি। তবে শনিবার পিচে শেষবার জল দেওয়া হয়েছে। ফের দেওয়া হবে বুধবার। ইডেনে যে ধরনের উইকেট তৈরি হয়েছে তাতে তৃতীয় দিনের শেষে বল ঘুরবে। এই অবস্থায় ভারতীয় দলের তরফে স্পিন সহায়ক উইকেট তৈরির অনুরোধ আসার কথা সৌরভ এবং পিচ কিউরেটর কেউ মানেননি। সোমবার দুই দলই প্র্যাকটিস করেনি। মঙ্গলবার সকালে ভারতীয় দল অনুশীলন করবে। দক্ষিন আফ্রিকা দুপুরে। ভারতীয় দলের শুভমান গিল যশপ্রীত বুমরা ওয়াশিংটন সুন্দর নীতিশ রেড্ডি,অক্ষর প্যাটেল ইতিমধ্যে কলকাতায় চলে এসেছেন। বাকিরাও সোমবার রাতে প্রবেশ করবেন। এদিকে ছয় বছর পরে টেস্ট ম্যাচ দেখতে কলকাতায় আগ্রহ বাড়ছে। সিএবি প্রেসিডেন্ট বলছেন প্রথম তিন দিনর টিকিট নিঃশেষিত। শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচে আমন্ত্রিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এককথায় বলাই যায় ইডেন টেস্ট পারদ চড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *