ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক লালকেল্লা ঘিরে নিরাপত্তা মহলে দেখা দিয়েছে উদ্বেগ। মঙ্গলবার গভীর রাতে পর্যটক প্রবেশ বন্ধ হওয়ার পর নিয়মিত তল্লাশি চালানোর সময় নিরাপত্তারক্ষীরা দুর্গের ভিতরে সন্দেহজনক একটি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেন।
মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ, এনএসজি কমান্ডো এবং বোম্ব স্কোয়াডের বিশেষ দল। দীর্ঘ কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, পরিকল্পিতভাবে ঐতিহাসিক স্থাপনাটিকে লক্ষ্য করে কোনও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের চেষ্টা করা হয়েছিল।নিরাপত্তার স্বার্থে প্রশাসন ঘোষণা করেছে যে, আগামী তিন দিন পর্যটকদের জন্য লালকেল্লা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে পুরো দুর্গ চত্বর তল্লাশি করা হবে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তবে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। লালকেল্লার নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং চারপাশে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।”
দেশের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী এই লালকেল্লা ঘিরে সাধারণ মানুষের মধ্যে এখন শুধু একটাই প্রশ্ন—কীভাবে এমন বিস্ফোরক ঢুকে পড়ল দেশের অন্যতম সুরক্ষিত পর্যটনকেন্দ্রে? তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে গোটা দেশ।















Leave a Reply