চোট সারিয়ে দলে ফিরলেও ইডেনে ভারতীয় দলের উইকেটরক্ষার ভার সম্ভবত ঋষভ পন্থের দস্তানায় ফিরছে না। ইডেনে ভারতীয় দলের পক্ষেসাংবাদিক সম্মেলন করলেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। সেখানেই তিনি জানিয়ে দিলেন, “ওয়াশি, অক্ষর, জাড্ডুকে খেলানো মানে তিনজন ব্যাটারকেও পাওয়া যাবে। ফলে আমরা অনেক বেশি বিকল্প পাব। তবে ধ্রুব ও ঋষভকে একসঙ্গে না খেলালে আমি নিজেই অবাক হব।” গত দুদিন ধরে ভারতীয় দল ইডেনের পিচ নিয়ে বিস্তর কাঁটাছেড়া করে চলেছে। এবং কিউরেটর সুজন মুখার্জীর সঙ্গেও পিচ নিয়ে আলোচনা করে বাইশগজের সুলুকসন্ধান পেতে চাইছে। প্রাথমিক বিশ্লেষনের পরে রায়ান টেন দুশখাতের ধারণা, এই পিচে প্রথম দিকে ব্যাটাররা সাহায্য পাবেন, পরে স্পিনাররাই ‘খেল’ দেখাবেন।অর্থাৎ ভালো উইকেটের চরিত্র যেমন হয় ঠিক তেমনই ইডেনের পিচ। দক্ষিণ আফ্রিকার হাতেও কেশব মহারাজ, সেনুরান মুত্থুস্বামী ও সিমন হারমারের মতো স্পিনার আছেন। এঁদের মধ্যে প্রথম দুজন বাঁহাতি। যাঁরা সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধেও ভালো পারফর্ম করেছেন। সেটা মাথায় রেখেই নামছে ভারত।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ সিরিজ জয়ে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করার পর, গত সপ্তাহে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে জুরেল অপরাজিত ১৩২ ও অপরািত127 রান করে নজর কেড়েছেন। এর আগে একমাত্র ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে দু’জন একসঙ্গে খেলেছিলেন।“সোজা কথায় বললে, এই টেস্টে তাকে বাদ দেওয়া সম্ভব নয়। তবে অবশ্যই ১১ জনকেই নামানো যায়, তাই কেউ একজন বাদ পড়বে। গত ছয় মাসে ধ্রুবের পারফরম্যান্স অসাধারণ — বেঙ্গালুরুতে টানা দুটি শতরান করেছে। তাই এই টেস্টে ও খেলবেই,” বলেছেন রায়ান টেন দুশখাতে। জুরেল নিশ্চিত দলে থাকলেও অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি প্রথম টেস্টে সম্ভবত না-ও খেলতে পারেন।দুই টেস্টের সিরিজে প্রথম টেস্ট ম্যাচ ইডেনে খেলবে ভারত। ছয় বছর পরে ভারত ফের কলকাতায় টেস্ট ম্যাচ খেলবে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপী বলের টেস্ট খেলেছিল বিরাট কোহলির ভারত। এবার শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত ইডেনে খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে। ফলে বিশ্বসেরাদের বিরুদ্ধে জয়ের নীল নকশা সাজানোর কাজ টিম ইণ্ডিয়ার সাজঘরে চলছে। সেই বিষয়ে রায়ান টেন দুশখাতের সংযোজন,“কৌশলই প্রথম বিষয়। ম্যাচ জেতার পরিকল্পনাই প্রাধান্য পাবে। সুযোগ পাওয়া বা তরুণদের উন্নয়ন তার পরের ধাপ। নীতিশের ক্ষেত্রেও আমাদের অবস্থান একই আছে। অস্ট্রেলিয়ায় ও খুব একটা ম্যাচ খেলতে পারেনি। সিরিজের গুরুত্ব আর পরিস্থিতি বিচার করে বলা যায়, ও হয়তো এই টেস্টে দলে থাকবে না,”।
চোট সারিয়ে দলে ফিরলেও ইডেনে ভারতীয় দলের উইকেটরক্ষার ভার সম্ভবত ঋষভ পন্থের দস্তানায় ফিরছে না।
















Leave a Reply