Advertisement

বিহারে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললো NDA – তবে এগিয়ে থাকার নিরিখে

ম্যাজিক ফিগার ১২২, আর NDA এগিয়ে ১৩০ আসনে। তবে বেশি পিছিয়ে নেই তেজস্বীর গঠবন্ধন। তারা এগিয়ে ১০৬ আসনে। প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি এগিয়ে ৩টি আসনে।

অন্যরা একটি আসনে এগিয়ে।ব্যবধান কমছে এনডিএ-মহাগঠবন্ধনের। এনডিএ যেখানে ১২৩টি আসনে এগিয়ে, সেখানেই মহাগঠবন্ধন ১০০টি আসনে এগিয়ে।

আরজেডি থেকে বহিষ্কারের পর আলাদা দল করে নির্বাচনে লড়ছেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। গণনার শুরুতে সামান্য পিছিয়ে পড়লেও, ফের এগিয়ে গিয়েছেন তেজ প্রতাপ।

রঘুপুর থেকে লড়ছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ভোট গণনার শুরুতে আপাতত এগিয়ে রয়েছেন তেজস্বী। সবদিক ঠিক থাকলে নীতিশ ও মোদী আবার হাসতে চলেছে। তবে বিহারে একটা শক্ত বিরোধী শক্তি থাকছে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *