Advertisement

মমতাবালার পাশে অধীর – ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে SIR নিয়ে শঙ্কিত মতুয়াদের একাংশ।

মনে করেন, SIR এর মাধ্যমেই তাদের অনেককেই বিতাড়িত করা হবে। স্বাভাবিক কারণেই বিধায়ক মমতা বলার নেতৃত্বে মতুয়াদের অনেকেই SIR এর প্রতিবাদে আনশন শুরু করেছেন।

বৃহস্পতিবার সেই আনশন মঞ্চে হঠাৎ উপস্থিত হন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এদিনই সাংসদ মমতাবালা ঠাকুরের পাশে দেখা গেল অধীরকে। সেখানে হাজির হয়ে তিনি অভিযোগ করেছেন, এতজন মানুষ অনশন করা সত্ত্বেও তৃণমূল বা বিজেপি কেউই যায়নি।

অধীর চৌধুরী এদিন বলেন, “দরিদ্র মানুষ এতদিন ধরে অনশন করছেন অথচ তৃণমূল বা বিজেপি কেউ সমবেদনা জানাতে আসছে না।” এবার দিল্লি গিয়ে প্রতিবাদ জানানোর পরামর্শ দিলেন অধীর। তিনি জানান, অনশনরত মতুয়াদের তিনি পরামর্শ দিয়েছেন, যাতে তাঁরা দিল্লি যান।

অধীরের মতে, শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে লোকসভায়, আর সেই অধিবেশনে বিশেষ অর্ডিন্যান্স আনুক সরকার। অধীরের দাবি, নাম না থাকলেও যেহেতু মতুয়ারা এতদিন ধরে বসবাস করছেন, কোনও না কোনও ভোট দিয়েছেন, তাই তাঁদের নাম দিয়ে দেওয়া হোক। মমতাবালা ঠাকুরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অধীর চৌধুরী।

এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, “আমরা অনশন ভাঙব কি না, সেটা আমাদের ব্যাপার। ঠাকুরবাড়ি থেকে এই আন্দোলন শুরু হয়েছে। দিল্লি যাওয়ার কথা আমরা অনেক আগেই ভেবেছি।”

বিজেপি অবশ্য এখনও মতুয়াদের আশ্বাস দিচ্ছে। গেরুয়া শিবিরের দাবি, মতুয়াদের নাগরিকত্ব নিয়ে চিন্তার কোনও কারণ নেই। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, অধীর চৌধুরী জলঘোলা করতে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *