না তেজস্ব – তা হয়তো জানা যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। দু দফায় বিহারে (Bihar Election 2025) হয়েছে ভোটগ্রহণ। মোট ২৪৩ টি আসনের বিধানসভায় এবার ম্যাজিক ফিগার হল ১২২।
বুথ ফেরত সমীক্ষা বলছে, জেডিইউ, বিজেপি, এলজেপির এনডিএ এগিয়ে রয়েছে আরজেডি, কংগ্রেস ও সিপিআইএম এর মহাগঠবন্ধনের থেকে। এই পূর্বাভাসই কি সত্যি হবে শেষমেষ? এবারও বিহারে এনডিএ জোটের মুখ নীতিশ কুমার।
অন্যদিকে বিরোধী জোটের মুখ হিসেবে উঠে এসেছে তেজস্বী যাদব। লড়াই হাড্ডাহাড্ডি। উপরন্তু এবার বিহারে (Bihar Election 2025) লড়াইয়ের ময়দানে নেমেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল ‘জন সূরজ পার্টি’। পিকে নিজে ময়দানে না নামলেও ফলাফল নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। তাঁর স্পষ্ট কথা, হয় ১০ এর কম আস ন, নয়তো ১০০ র বেশি, যে কোনও একটা পাবেন।
জানা যাচ্ছে, প্রথমে পোস্টাল ব্যালটের গণনা চলছে। শুরুতেই এগিয়ে গিয়েছে এনডিএ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১২৩ টি আসনে এগিয়ে রয়েছে নীতিশের এনডিএ জোট। অন্যদিকে ৭০ টি আসনে এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন জোট। বিহারের (Bihar Election 2025) জনমানসেও কড়া টক্কর চলছে নীতিশ বনাম তেজস্বীর। পাল্লা ভারী দুদিকেই।উল্লেখ্য, এসআইআর এর পর প্রথম নির্বাচন হচ্ছে বিহারে। প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে নিবিড় সংশোধনে। তেমনই এবার রেকর্ড ভোট পড়েছে বলেও খবর।
















Leave a Reply