হঠাৎ মাটির তলায় কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। বাড়িঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। প্রথমিক তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল উল্লেখযোগ্য, যার জেরে কিছু এলাকায় হালকা ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।ভূমিকম্পটি ভোরের দিকে অনুভূত হওয়ায় অনেকেই বিষয়টি প্রথমে বুঝে উঠতে পারেননি। কয়েক সেকেন্ডের কম্পনের মধ্যেই বিভিন্ন জায়গায় বিদ্যুতের লাইন বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। বহু মানুষ জানান, ঘুম ভেঙেই তারা তীব্র দুলুনির মতো অনুভব করেন।স্থানীয় প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে। উদ্ধার ও ত্রাণ দল প্রস্তুত রাখা হয়েছে। এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও ভূমিকম্পের উৎসস্থল ও মাত্রা নিয়ে ভূমিকম্পবিদরা তদন্ত চালাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ভূ-চাঞ্চল্য বেড়ে যাওয়ায় সতর্ক থাকা জরুরি।ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন কোনও তথ্য মিললেই জানানো হবে।















Leave a Reply