Advertisement

অবশেষে দিল্লি হামলার দাউ স্বীকার করে নিলো পাকিস্তান

পাকিস্তানের এক প্রাক্তন মন্ত্রী অবশেষে বললেন যে দিল্লিতে বিস্ফোরনের পিছনে তাদের হাত আছে। স্বাভাবিক কারণেই চমকে যাওয়ার মতো এই খবর শুনে ভারত স্তম্ভত।

দিল্লি বিস্ফোরণের নেপথ্যে যে পাকিস্তানের হাত রয়েছে, তার আভাস আগেই মিলেছিল। এবার তাতেই শিলমোহর পড়ল। হামলার দায় স্বীকার করল প্রাক্তন পাক মন্ত্রী আনোয়ারুল হক। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়ে সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমি আগেই বলেছিলাম, যদি আপনারা বালোচিস্তানে রক্ত ঝড়াতে থাকে। তাহলে আমরা লাল কেল্লা থেকে কাশ্মীর – সমস্ত জায়গায় হামলা চালাব। আল্লার কৃপায় আমরা এটা করেছি। ওরা এখন দেহ গুনতে পারছে না।”

আনোয়ারুলের এই মন্তব্যের পরই স্পষ্ট হয়ে গিয়েছে, দিল্লি বিস্ফোরণের নেপথ্যে রয়েছে পাকিস্তান। প্রসঙ্গত, বালোচিস্তানে অস্থিরতার জন্য পাকিস্তান এর আগে একাধিকবার ভারতকে দায়ী করেছে।

ইসলামাবাদের এই ভিত্তিহীন দাবি বারবার প্রত্যাখ্যান নয়াদিল্লি। কিন্তু তাও থামার লক্ষণ নেই পাকিস্তানের। উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে। তদন্তে নেমে শ্রীনগর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। যারা বেশিরভাগই কাশ্মীরের।

শুধু তাই নয়, বিস্ফোরণের দুই ষড়যন্ত্রীকেও গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি, তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *