Advertisement

আইএসএল আয়োজন নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্টে আশ্বাস দিলেন সলিসিটর জেনারেল।

কোর্টে আজ কেন্দ্র সরকার জানিয়েছে, তারা পরিস্থিতির দিকে নজর রাখছে এবং আইএসএল (ISL) যথারীতি অনুষ্ঠিত হবে।

সরকারের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহেতা আদালতকে জানান, মন্ত্রক বিষয়টি সম্পর্কে সচেতন এবং লিগ বন্ধ হবে না।মেহেতা বলেন, “আইএসএল অবশ্যই হবে। কীভাবে হবে, কারা স্পনসর দেবে, অর্থায়ন কীভাবে হবে—এই বিষয়গুলো সরকারই দেখবে।”

তিনি আরও জানান, সরকারের প্রধান লক্ষ্য হলো খেলোয়াড়দের যেন কোনওভাবে ক্ষতির মুখে না পড়তে হয়।মেহেতার ভাষায়, “শেষ পর্যন্ত উপকারভোগী হলেন খেলোয়াড়রা।

স্পনসরের অভাব হোক বা ক্লাব মালিকের সমস্যা—কোনও কারণেই তাঁদের যেন ক্ষতি না হয়, সেটা সরকার নিশ্চিত করবে।”এ সময় বিচারপতি নারাসিম্হা জানান, বিচারপতি এল. নাগেশ্বর রাও যেসব সুপারিশ করেছিলেন, সেগুলো আলোচনার ভিত্তি হতে পারে। আদালত সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান খুঁজে নিতে উৎসাহ দেয়।বিচারপতি বলেন, “আপনারা নিজেদের মধ্যে বসে আলোচনা করুন। আমরা পরে আবার বসব।”এদিকে এফএসডিএল-এর সঙ্গে চুক্তি ৮ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, তাই তার আগেই শুনানি রাখার আবেদন জানানো হলে সলিসিটার জেনারেল সম্মতি দেন। বিচারপতি জানান, আদালতের যে কোনও দিন বসতে আপত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *