Advertisement

SIR এর প্ররিবাদে আবার পথে নামছে মুখ্যমন্ত্রী

‘SIR’ ঘোষণা পরের থেকেই শঙ্কিত মমতা। ইতিমধ্যে প্রচুর মানুষ দেশ ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছে। এর সংখ্যাটা নিতান্ত কম না। ভীত হয়ে আবার পথে নামছে মুখ্যমন্ত্রী। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মতুয়াগড়ে মিছিল করবেন তিনি।

মিছিল শেষে বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করার কথা তাঁর। রাজ্যজুড়ে চলছে এসআইআর (SIR in Bengal) অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ। কমিশন সাফ জানিয়েছেন গোটা প্রক্রিয়াটা ঠিক কী, কীভাবে কাজ হবে। তা সত্ত্বেও আমজনতার মনে বহু প্রশ্নের ভিড়, ভয়।

মতুয়াদের একাংশ মনে করছেন এসআইআরের ফলে তাঁদের অনেকের নাম বাদ যেতে পারে। সে কারণেই এর প্রতিবাদে সরব মতুয়াদের একাংশ। মমতাবালাপন্থীরা অনশনের পথেও হেঁটেছিলেন।

১৩ দিন পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করেন তাঁরা। এবার মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে মতুয়াগড়ে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার মতুয়াগড়ে যাবেন তিনি। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করবেন। তারপর বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। এর আগে এসআইআরের প্রতিবাদে কলকাতায় মিছিল ও সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *